Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কবি ও সাহিত্যিক মালবিকা মজুমদারের কবিতা গুচ্ছ

নির্ভীক
মালবিকা মজুমদার

অভিনয়ের ব্যপারীরা সত্যকে ছাই চাপা
দিয়ে মিথ্যায় বক্স অফিস গড়ে।
সময়ের কন্ট্রাক্টে ভালোবাসার কড়ি ব্লক
বাস্টার বাক্সে ভরে ।
বাগানের পোকাধরা চারাগুলো নতুন মোড়কে
ধুমধাম করে শো করে।
সুগন্ধি নাম না জানা স্বপ্রভ ন…


নির্ভীক
মালবিকা মজুমদার

অভিনয়ের ব্যপারীরা সত্যকে ছাই চাপা
দিয়ে মিথ্যায় বক্স অফিস গড়ে।
সময়ের কন্ট্রাক্টে ভালোবাসার কড়ি ব্লক
বাস্টার বাক্সে ভরে ।
বাগানের পোকাধরা চারাগুলো নতুন মোড়কে
ধুমধাম করে শো করে।
সুগন্ধি নাম না জানা স্বপ্রভ নির্ভীক  গাছ  দেখে আতঙ্ক ঘুঁটি
সাজায় ধীরে ধীরে ।
রাতের অন্ধকারে বন্ধু বেশে কাছে থেকে, আলোয় জীবনের শেষাঙ্ক নাটক মঞ্চস্থ করে।
শরীর যখন ছায়া ঘুমে আধো জাগা ভোরের গন্ধ মেখে জুসে ঠোঁট রাখে।
ধীরে ধীরে বিশ্বাসের অবসন্নতা চোখের পাতা
জড়িয়ে ধরে।
শেষ করে তারার আলো , কুচক্রি লোভাতুর কামুক কপর্দক অর্থের জোরে ।
মুখবন্ধে বিকৃতির মিথ্যা অভিযোগ দেওয়ালে
লিখে দেয় ফলকে।
খোলসের মাঝে সুযোগ সন্ধানীরা অপেক্ষায়
থাকে পথের কাঁটা সাফ হবে কবে?
একে একে বের হয় ধূর্ত মুখোশ পড়া শেয়ালের
আর কাকের দল বন্ধু বেশে
কুমিরের কান্নায় ফুটে ওঠে ত্রিমূর্তি লাভ লোকসান এর প্রোডাকশন হাউস।
সত্য জেগে ওঠে কোরাল ফসিল এর মতো
অশান্ত জন-সমুদ্রের বুক চিরে।
বহিরাগত ট্যাগ ,অপরাধ বেশি কৃতী উড়তে পারে তারাদের সাথে কথা ও বলে
স্ট্যানফোর্ড এর স্কলার অভিমানী সে অসমাপ্ত
উপন্যাস লিখে স্বমহিমায় তারা হয়ে জাগে
সময়ের দর্পণে দীর্ঘস্থায়ী নাই বা হলো পৃথিবীর বুকে
নিষিদ্ধ দ্বীপে স্বমহিমায় ছিলো।
বৃত্তের কৌণিক পরিমাপ করেছে মহাকাশের
কেন্দ্রে নোঙর ফেলে ।
তুমি ইচ্ছে নভঃশ্চর জেগে রবে স্বনামে ইতিহাসে,আজ
থেকে শতবর্ষ পরে।
.............………….............................................

আকাশের ঠিকানা
মালবিকা মজুমদার
-----------**----------


হাঁটাপথে যতটা দূর হয় আকাশের সীমানা
চোরাবালি করপুটে রেখে
ভুল হয় পাড়ের নিশানা।
নিজের ছায়া থেকে দূরে ভাবনার স্রোতে
বৃষ্টির ছাঁট না মাখা অসুখে,
পুড়ে যায় মুক্তির ডানা।
সময়ের সমুদ্রে ভেসে চলে নোনা মেঘ
জ্যোস্না তরী ছুঁয়ে যায় পাড়,
পূতিগন্ধময় ব্যর্থ অভিসার।
কথার জলসায় গান বাঁধে বহেমিয়া
গভীর ঢেউ ভেঙে তীরে
সেই পুরনো সাবেকি সুরে।
রামধণু রঙে হৃদয়ে আঁকা পট ক্ষয়ে যায়
রঙের মধুমাস জ্বরে
গাছেদের শূন্য দুপুরে ।
রঙিন ভাবনায় ভাসে আরশিনগর বন্দর
স্বপ্নের মেলাতে একাকীত্ব
হাতে হাত ছোঁয়াছুঁয়ি মানা ।
আষাঢ়ে মেঘ আষ্ঠেপৃষ্ঠে আটকে পড়ে
দৃষ্টি,স্ফটিক আটকে
শ্রাবণ পথ নেই জানা।
নগর তৃষ্ণা দ্বীপে বিরহের উপন্যাসে
জীবন ছোটগল্পের
মোড়কে বন্দি ঠিকানা।