***আজ আবারো বিসর্জন ***
গোপাল রাউৎ
বাবুরা ফিরে গেছে অতিথিশালায় দিনান্তে।
প্রতিরাতে বালিঘর ভেঙে যায় সমুদ্র তরঙ্গ
কালপুরুষের সমুখে - নিঠুরতায়।
জলন্ত চিতার পাশে বসে কালু ডোম
ঢুলু ঢুলু চোখে স্বর্গের পথ দেখায়---
শবদের একান্…
***আজ আবারো বিসর্জন ***
গোপাল রাউৎ
বাবুরা ফিরে গেছে অতিথিশালায় দিনান্তে।
প্রতিরাতে বালিঘর ভেঙে যায় সমুদ্র তরঙ্গ
কালপুরুষের সমুখে - নিঠুরতায়।
জলন্ত চিতার পাশে বসে কালু ডোম
ঢুলু ঢুলু চোখে স্বর্গের পথ দেখায়---
শবদের একান্ত আত্মীয় হয়ে - নিরবে।
কেন্দু্ফুলের গন্ধমেখে নিশ্চল সরীসৃপ
নিয়নের আলোয় আদর মাখতে চায়।
আজ রজনীগন্ধার বিসর্জন!
সভ্য আর সভ্যতার ব্যবধানে।
কুকুরটা নিরবতা ভাঙে...
সমুদ্র গরজে ওঠে, আছড়ে পড়ে সমুদ্র তটে।
কালপুরুষের সমুখে বৃথা আস্ফালন,
ঢেউয়ের ভাঙা গড়ার খেলায় আজ আবারো বিসর্জন!
**************************************
"শুধু কবিতার জন্য" তাং: ২০.০৭.২০২০