করোণা মহামারীর জন্য বিদ্যুৎ বিল মুকুব,অন্যান্য রাজ্যের থেকে পশ্চিমবঙ্গে ইউনিট প্রতি বিদ্যুতের মূল্য কয়েক গুণ বেশি,সারা রাজ্য জুড়ে লাগামছাড়া বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে বিজেপির বিক্ষোভ কর্মসূচি। পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে …
করোণা মহামারীর জন্য বিদ্যুৎ বিল মুকুব,অন্যান্য রাজ্যের থেকে পশ্চিমবঙ্গে ইউনিট প্রতি বিদ্যুতের মূল্য কয়েক গুণ বেশি,সারা রাজ্য জুড়ে লাগামছাড়া বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে বিজেপির বিক্ষোভ কর্মসূচি। পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে বিজলি ভবনে বিক্ষোভ কর্মসূচি নেয় বিজেপি। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা তমলুক সাংগঠনিক বিজেপির সভাপতি নবারুণ নায়েক, তমলুক জেলা সাংগঠনিক বিজেপির সহ-সভাপতি আশিস মণ্ডল সহ বিজেপির কর্মী-সমর্থকেরা। সামাজিক দূরত্ব বজায় রেখে এই কর্মসূচি নেওয়া হয়।পূর্ব মেদিনীপুর জেলার ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুতের। ফলে তিন মাসের বিদ্যুৎ বিল মকুব করতে হবে এমনটাই দাবি বিজেপির।