"জীবনের কানামাছি" ✍ সুস্মিতা মালাকার ঘোষ
সময়ের অভিধায়, ব্যঙ্গের তরজায়, ঘন ঘন নিঃশ্বাস খাবি খায় দরজায়।
চুল-চেরা বিচারে, ষোড়শ উপাচারে, দৃঢ় এক বিশ্বাসে অভিধান ঘাড় নাড়ে।
তুলতুলে বালিশে, …
"জীবনের কানামাছি"
✍ সুস্মিতা মালাকার ঘোষ
সময়ের অভিধায়,
ব্যঙ্গের তরজায়,
ঘন ঘন নিঃশ্বাস
খাবি খায় দরজায়।
চুল-চেরা বিচারে,
ষোড়শ উপাচারে,
দৃঢ় এক বিশ্বাসে
অভিধান ঘাড় নাড়ে।
তুলতুলে বালিশে,
উপচানো নালিশে,
আসবাব ভরে যায়
রঙ-চঙে পালিশে।
দাবি-দাওয়া নিয়ে রোজ,
চলে বড়ো বড়ো খোঁজ,
পথ ভোলা রাস্তায়
চলে শুধু ভুরিভোজ।
যায় আসে কার কি?
দু'য়ে-দু'য়ে চার কি?
হিসেবটা নড়বড়ে
রয়ে গেল ধার কি?
অলি-গলি মিশে যায়,
ভুল-ভাল রাস্তায়,
আমি-তুমি মজে আছি
লোভনীয় নাস্তায়!
চলুক না, চলছে তো,
বলুক না, বলছে তো,
আমাদের ঘরটাতে
আলোগুলো জ্বলছে তো!
যাক বাবা! বেঁচে আছি,
আমি-তুমি কাছাকাছি,
দুনিয়াটা খেলুক না
চোখ বেঁধে কানামাছি.....