ছন্দহীন দিশা গৌতম সোম
সাহিত্য আর মানবতার কণ্ঠ যেথায় রঙিন স্বাধীনতার প্রাণবন্ত উচ্চাশা, সততা আর উন্নয়ন যেথায় উম্মুক্ত মঞ্চে খাঁচামুক্ত বিহঙ্গের চাকচিক্যময় সংকীর্ণতা, সত্…
ছন্দহীন দিশা
গৌতম সোম
সাহিত্য আর মানবতার কণ্ঠ
যেথায় রঙিন স্বাধীনতার প্রাণবন্ত উচ্চাশা,
সততা আর উন্নয়ন
যেথায় উম্মুক্ত মঞ্চে খাঁচামুক্ত বিহঙ্গের
চাকচিক্যময় সংকীর্ণতা,
সত্যতার ধ্বজা
যেথায় ঘূর্ণি বাতাসে তৈরী হওয়া ছদ্মবেশী বসন্ত, সুপ্রকৃতিস্থ চরিত্রে স্বেচ্ছাচারীতা
যেথায় ছলচাতুরীর গহনপিণ্ডে বৃষ্টি ভেজা স্বপ্ন,
বিষণ্ণ সুখের নীড়
যেথায় বেহিসাবি আদরের বহমান হাতছানি,
উষ্ণতার আহ্বান
যেথায় আলিঙ্গনে আবদ্ধ মনুষ্যজাতির ভণ্ডামি,
বিদীর্ণ স্মৃতির পাতা
যেথায় স্বপ্নময় অনুভূতির বর্ণময় মৃত্যুছায়া,
জ্ঞ্যানহীন, চরিত্রহীন, চেতনাহীন সুখবাদী সম্পর্ক
যেথায় ধোঁকাবাজির অরক্ষিত স্বাধীনতা,
সেথায় মুহূর্তের আত্মচিৎকারে
ধ্বংসের স্তুপে সর্বদাই আচ্ছাদিত
দুর্ভেদ্য নামহীন ভালোবাসা,
যেন কবরের অন্ধকারে
জীর্ণ ভাবনায় বিস্ময় বার্তার
নির্বিকার, নিরাকার ছন্দহীন দিশা ll