Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

প্রকৃতির  সংসারে     মালা  চ্যাটার্জ্জী     15,8,2020
   মনের তাগিদে আমি মাঝে মাঝে দক্ষিণা বারান্দায়      এসে দৃষ্টি ছড়াই দূর বহুদূর.....   যার প্রতিটি কোনায় নিজেকে সঁপে দিতে দিতে   শুরু করি  এক দৃষ্টিসুখ যাত্রা। 
  নানান  দৃশ্যের …

 

প্রকৃতির  সংসারে

     মালা  চ্যাটার্জ্জী

     15,8,2020


   মনের তাগিদে আমি মাঝে মাঝে দক্ষিণা বারান্দায় 

     এসে দৃষ্টি ছড়াই দূর বহুদূর.....

   যার প্রতিটি কোনায় নিজেকে সঁপে দিতে দিতে

   শুরু করি  এক দৃষ্টিসুখ যাত্রা। 


  নানান  দৃশ্যের  সাক্ষী  হয়ে কখনও  আমি

উল্লসিত হই, কখনও হতবাক, কখনও বা মন্ত্রমুগ্ধ। 

কখনও দুরূহ পাখিদের গানে আবেগবিহ্বল হয়ে

মনের অর্গল খুলে ফেলে অপার আনন্দে গান ধরে

মিশে যাই প্রকৃতির গায়ে ও শোভায়। 

 চাওয়া-পাওয়ার  অতৃপ্ত  বেদনাগুলি

 খুশির হাওয়ায় মিলিয়ে যায় শূন্যে। 

 কাকভোরে শিশিরসিক্ত  কোনও শরতের সকালে

 চোখ দি ঘাসের সবুজসংসারে, আনন্দে নেচে গেয়ে

আমি আবেগবিহ্বল চোখ পাতি, বহু দূর,

রূপকথা তুলে আনি  রূপ-রস-গন্ধে ভরা পৃথিবী  থেকে।  


  দূরে বহুদূরে শোভা  বিছিয়ে আছে বাংলা ও

বাংলার মুখ, সোনালি খেতময় হাসিমাখা  ধান,

 ঠিক শরতের আগমনের বার্তা দিয়ে  ঘোষণা 

 দূর্বাদলের প্রদীপ ছবি,  যা দেখে আমি

খুশিতে উচ্ছ্বসিত হয়ে বললাম যেন পৃথিবীর আবিলতা মুছে যায় যতই বিপদ আসুক। 


 দক্ষিণা বারান্দায় দাঁড়িয়ে এভাবেই বহু কিছু দেখে

 নিজেকে ভাসিয়ে দিলাম

        প্রকৃতির  সর্ব জায়গায়। 


 স্বত্ব সংরক্ষিত@ মালা চ্যাটার্জ্জী