*** জীবন ***
----- তন্ময় দে বিশ্বাস ----
যাচ্ছে ভেসে পথের সারি- যাচ্ছে ভেসে সওয়ার গাড়ি- যাচ্ছে ভেসে দোকান বাড়ি- বৃষ্টি রে তোর কি করেছি হানি !
যাচ্ছে ভেসে স্বপ্ন বাসর- যাচ্ছে ভেসে বুকের পাঁজর- যাচ্ছে ভেসে অক্ষিকোঠর- প্রেম যে বড়োই কোমল অভিম…
*** জীবন ***
----- তন্ময় দে বিশ্বাস ----
যাচ্ছে ভেসে পথের সারি-
যাচ্ছে ভেসে সওয়ার গাড়ি-
যাচ্ছে ভেসে দোকান বাড়ি-
বৃষ্টি রে তোর কি করেছি হানি !
যাচ্ছে ভেসে স্বপ্ন বাসর-
যাচ্ছে ভেসে বুকের পাঁজর-
যাচ্ছে ভেসে অক্ষিকোঠর-
প্রেম যে বড়োই কোমল অভিমানী !
যাচ্ছে ভেসে শ্রাবণ দিন-
যাচ্ছে ভেসে অতীত সেদিন-
যাচ্ছে ভেসে ইচ্ছে রঙিন-
সময় রে তুই একটু সবুর কর !
যাচ্ছে ভেসে মেঘকুয়াশা-
যাচ্ছে ভেসে আলো আশা-
যাচ্ছে ভেসে ভালোবাসা-
জীবনবোধ ই চেনায় আপন পর।
#কপিরাইট@তন্ময়###