দৈনিক প্রতিযোগিতা বিভাগ - কবিতা শিরোনাম - অনুশোচনা কবি - কৃপা মোহন চাকমা তারিখ - ০৪/০৮)২০২০
অজস্র বুকে ব্যথা দিয়ে যদি যায় কখনো এ সৌন্দর্য পৃথিবী ছেড়ে! বাঁশ বাগানের শুকনো মর্মর বিদ্রুপ মৃত্যু চির সত্য অস্তিত্ব ভ্রমর কেড়ে।
স্বপ্ন দেখে…
দৈনিক প্রতিযোগিতা
বিভাগ - কবিতা
শিরোনাম - অনুশোচনা
কবি - কৃপা মোহন চাকমা
তারিখ - ০৪/০৮)২০২০
অজস্র বুকে ব্যথা দিয়ে যদি যায়
কখনো এ সৌন্দর্য পৃথিবী ছেড়ে!
বাঁশ বাগানের শুকনো মর্মর বিদ্রুপ
মৃত্যু চির সত্য অস্তিত্ব ভ্রমর কেড়ে।
স্বপ্ন দেখেছি নব সাম্রাজ্য পরিব্যাপ্তে
শাশ্বত নির্গল অহমিকা প্রতিমূহুর্তে,
ভালবেসেছি শুধু পরিজন আত্মীয়
সকলকে পরিনি, লোভ স্বার্থ আবর্তে।
পরিজন ছাড়া ও অজস্র কান্নার শব্দ
বাতাসে প্রতিধ্বনিত, কখনো ভাবিনি,
প্রতিটি কান্নার আওয়াজ হৃদয়ে মর্মর
বক ধার্মিকদের অনুশোচনা হয়নি।
কূটকৌশলের আকাশ ছোঁয়া স্বাগতম
মোড়কের বন্ধি মুখোশের আড়ালে,
মা'র গর্ভে জন্মে ও মানবতাহীন মনুষ্যত্ব
দ্বেষ মোহ লোভ হিংসার গ্রাস কড়ালে।
আজি আমার জীবন দ্বীপ নিভে নিভে
ব্যাথা দেয় চলমান চিত্র স্মৃতির উদয়ে,
উদয় হয় অনুশোচনাময় ব্যাথা হৃদয়ে
ক্ষমা তব অহমিকা অচ্ছুত যে হৃদয়ে ।