Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

#দৈনিক কবিতা প্রতিযোগিতা#বিভাগ কবিতা#শিরোনামঃ স্বাধীনতা#কলমে অনিল তেলেঙ্গা#তারিখ ১৩/০৮/২০২০
স্বাধীনতা হোক শহীদের রক্তজীবনের মূলমন্ত্র ।স্বাধীনতা হোক গঙ্গার মতোসুচি-শুভ্র- পবিত্র ।।
স্বাধীনতা হোক মা বোনের পবিত্র এক হাসি ।স্বাধীনতা হ…

 

#দৈনিক কবিতা প্রতিযোগিতা

#বিভাগ কবিতা

#শিরোনামঃ স্বাধীনতা

#কলমে অনিল তেলেঙ্গা

#তারিখ ১৩/০৮/২০২০


স্বাধীনতা হোক শহীদের রক্ত

জীবনের মূলমন্ত্র ।

স্বাধীনতা হোক গঙ্গার মতো

সুচি-শুভ্র- পবিত্র ।।


স্বাধীনতা হোক মা বোনের 

পবিত্র এক হাসি ।

স্বাধীনতা হোক পথের শিশুর 

খুশি রাশি রাশি ।।


স্বাধীনতা হোক পিতা-মাতার

সন্তানের শ্রদ্ধার আশ্রয় ।

স্বাধীনতা হোক বিশ্বমানবতার 

সত্যের এক পরিচয় ।।


স্বাধীনতা হোক প্রগাঢ় প্রীতি 

জীবন চর্চায় বৈচিত্র ।

স্বাধীনতা হোক উচ্চ সংস্কৃতি

মনীষীর বাণী মন্ত্র ।।


স্বাধীনতা হোক বিভেদ হীন

বৈচিত্রের মধ্যে ঐক্য ।

স্বাধীনতা হোক স্বপ্ন - সুদিন

সফলতার মূল লক্ষ্য ।।


স্বাধীনতা হোক সবুজ অরণ্যে

পাখপাখালির গান ।

স্বাধীনতা হোক সন্তানের জন্যে

ভারত মাতার সম্মান ।।