বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আশা কর্মীদের বিক্ষোভ ডেপুটেশন শহীদ মাতঙ্গিনী ব্লকের জানুবসান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।।
এবার রাজ্য সরকারের বিরুদ্ধে স্বাস্থ্য কর্মীদের বিক্ষোভ। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁকটিয়া বাজারে জানুবস…
বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আশা কর্মীদের বিক্ষোভ ডেপুটেশন শহীদ মাতঙ্গিনী ব্লকের জানুবসান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।।
এবার রাজ্য সরকারের বিরুদ্ধে স্বাস্থ্য কর্মীদের বিক্ষোভ। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁকটিয়া বাজারে জানুবসান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। স্বাস্থ্য কর্মীদের রাজ্য সরকার গত এপ্রিল মাস থেকে আসা কর্মীদের বেতন 3 হাজার 500 টাকা থেকে 4 হাজার 500 টাকা এবং সকল আসা কর্মীদের স্বাস্থ্য বীমার আওতায় করার ঘোষণা করলেও ঐ এপ্রিল মাস থেকে তারা তাদের পুরনো বেতনটাই পাচ্ছেন। এছাড়াও তাদের দাবি অবিলম্বে সকল আসা কর্মীদের স্বাস্থ্য আইনের পূর্ন মর্যাদা দিয়ে 21 হাজার টাকা বেতন দিতে হবে। এবং সকল আসা কর্মীদের সরকারি ভাবে p.f ও পেনশন চালু করতে হবে। এই সকল দাবী তারা লিখিত ভাবে শহীদ মাতঙ্গিনী ব্লকের স্বাস্থ্য অধিকারীক BMOH কে জমাদেন।