Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পাঁশকুড়া বড়মা হসপিটালের চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের সম্বর্ধনা জানালো কোলাঘাটের একটি স্বেচ্ছাসেবী সংস্থা

এক হাজার করোনা রোগী স্পর্শ করল পাঁশকুড়া বড়মা হসপিটাল ।। চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের সম্বর্ধনা জানানো কোলাঘাটের একটি স্বেচ্ছাসেবী সংস্থা।        বিশ্বজুড়ে মানব জাতির ভিত নাড়িয়ে দিয়েছে নোভেল করোনা। বিপর্যস্ত দিশেহারা সারা দুনিয়া। একট…

 


এক হাজার করোনা রোগী স্পর্শ করল পাঁশকুড়া বড়মা হসপিটাল ।। চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের সম্বর্ধনা জানানো কোলাঘাটের একটি স্বেচ্ছাসেবী সংস্থা।

       

        বিশ্বজুড়ে মানব জাতির ভিত নাড়িয়ে দিয়েছে নোভেল করোনা। বিপর্যস্ত দিশেহারা সারা দুনিয়া। একটা বছরের অর্ধেকেরও বেশী সময় ধরে পৃথিবী যেন থমকে দাঁড়িয়ে আছে এক উৎকন্ঠাময় অনিশ্চিত ভবিষ্যতের বদ্ধ ঘরে।

      

      ঠিক সেই সময় আক্রান্ত মানুষদের বাঁচাতে  ঘর সংসার পিছনে ফেলে , জীবন তুচ্ছ করে ,দিনরাত শ্রম দিয়ে চলেছেন  একদল চিকিৎসক ও চিকিৎসা কর্মিরা। 

    


এই ভাবনা থেকেই আজ 29 আগস্ট শনিবার সকালে পূর্ব মেদেনীপুর জেলা তথা রাজ‍্যের অন‍্যতম কোভিড চিকিৎসাকেন্দ্র পাঁশকুড়া বড়মা হাসপাতালের কতৃপক্ষ, চিকিৎসক ও সকল চিকিৎসা কর্মিদের সম্বর্ধনা জানাল কোলাঘাট নতুন বাজারের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

   

      প্রত‍্যেকর কপালে চন্দনের ফোঁটা, শরীরে ত্রিবর্ণ রঞ্জিত উত্তরীয়, সবাইকে হাতে হাতে ফুলের স্তবক, স্মারক , মিষ্টান্ন  এবং গলায় পদক ঝুলিয়ে শুভেচ্ছা ও সম্মান জানান উদ‍্যোগি সংস্থার প্রতিনিধিবৃন্দ। 

        

      সবকিছু পিছনে ফেলে একদল মানুষ আক্রান্তদের সুস্থ করতে যেভাবে লড়ছেন তার তুলনা হয় না। আজকে পাঁশকুড়া বড়মা কোভিড হাসপাতালের সবাইকে সম্বর্ধনার মাধ্যমে সারা রাজ‍্য ও দেশের চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের শ্রদ্ধা সম্মান জানালেন কোলাঘাটের স্বেচ্ছাসেবী সংস্থা।

 এই সম্বর্ধনা বা সম্মান চিকিৎসাকাজে যুক্ত সবাইকেই বিশেষ উৎসাহ প্রেরণা জোগাবে, এমনটাই আশা স্বেচ্ছাসেবী সংস্থার।