কোলাঘাটের বিডিও করোনায় আক্রান্ত।।
এবার করোনা আক্রান্তের শিকার পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মদন মন্ডল। সোমবার র্যাপিড টেষ্ট করেন বিডিও।কিছু পরেই রিপোর্টে উঠেআসে করোনা পজেটিভের তথ্য।তবে এ বিষয়ে ফোনে তাঁর…
কোলাঘাটের বিডিও করোনায় আক্রান্ত।।
এবার করোনা আক্রান্তের শিকার পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মদন মন্ডল। সোমবার র্যাপিড টেষ্ট করেন বিডিও।কিছু পরেই রিপোর্টে উঠেআসে করোনা পজেটিভের তথ্য।তবে এ বিষয়ে ফোনে তাঁর শারিরীক অবস্থার বিষয়ে জানতে চাইলে তিনি জানান,গত তিনদিন আগে জ্বর হয়েছিল।কিছুদিন সর্দিকাসি প্রকোপও তাঁর ছিলো।তিনি ও তাঁর পরিবারের সবাই এর র্যাপিড টেষ্ট করানো হয়।সবারই নেগেটিভ এলেও বিডিও মদন মন্ডলের করোনা পজেটিভ রিপোর্ট আসে।তবে তিনি এও জানান,এই মুহূর্তে তিনি বাড়িতে হোমকোয়ারেন্টাইনে থেকেই চিকিৎসা চালাবেন বলে জানান।