Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

#মৃত্যুর_সাথে_কথোপকথন-_________________________//কাল গভীর রাতে-"মৃত্যু"এসেছিল আমার বেডরুমে।আমায় বললো-চলো তোমাকে নিয়ে যেতে এসেছি।।আমি মৃদু হেসে বললাম, চলো-কিন্ত আমার একটা ছোট্ট শর্ত আছে।।"মৃত্যু" চিন্তিত নয়নে ত…

 

#মৃত্যুর_সাথে_কথোপকথন-

_________________________//

কাল গভীর রাতে-

"মৃত্যু"এসেছিল আমার বেডরুমে।

আমায় বললো-

চলো তোমাকে নিয়ে যেতে এসেছি।।

আমি মৃদু হেসে বললাম, চলো-

কিন্ত আমার একটা ছোট্ট শর্ত আছে।।

"মৃত্যু" চিন্তিত নয়নে তাকিয়ে বললো, 

কি সেই শর্ত?

বললাম- তুমি কি জানো?

আমার সমস্ত ভালোবাসা-

আমার পুরো অস্তিত্ব যাকে ঘিরে,

সে এখন ঘুমিয়ে আছে?

মৃত্যু নির্বাক তাকিয়ে রইল।।

বললাম শোনো আজও বলিনি তাকে

"ভালোবাসি"।

আমার ইচ্ছের কথা,

আমার স্বপ্নের কথা

"ওকে" না বলে, 

আমি যেতে পারবো না।।

আবার এই গভীর রাতে

আমি তার ঘুম ভাঙ্গাতেও পারব না।। 

তার ঘুম নষ্ট হোক 

এমনটা চাইনা আমি।

তুমিও চাও না নিশ্চয়? 

বড্ড "ভালোবাসি'' যে।।

"মৃত্যু" অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে

নীচু কন্ঠে ক্ষীন স্বরে বললো-

তাহলে আজ আর তোমাকে

নেয়া হলো না।।

আমিও মুচকি হেসে 

মৃদু স্বরে বললাম-

পরের বার এসো 

তোমার সাথে আলিঙ্গন করবো।।

আর ততদিনে

যদি বলতে পারি-

শোনো, ভীষণ "ভালোবাসি" তোমাকে।।

(একটি সম্পুর্ন কাল্পনিক চরিত্র।)