জীবনের চর্যাপদমালবিকা মজুমদার -------***------------***-----
শব্দের খোঁজে রাতগুলো বেঁচে দেয় অলিখিতবারোয়ারি স্বান্তনা পুরস্কারে।ভালো থাকার বিজ্ঞাপনে সবাই সামিল হয় প্রতিযোগিতার কর্পোরেট ইচ্ছেতে।ফিথাগোরাসের সংখ্যাতত্বের যুগ্ম অযুগ্ম…
জীবনের চর্যাপদ
মালবিকা মজুমদার
-------***------------***-----
শব্দের খোঁজে রাতগুলো বেঁচে দেয় অলিখিত
বারোয়ারি স্বান্তনা পুরস্কারে।
ভালো থাকার বিজ্ঞাপনে সবাই সামিল হয় প্রতিযোগিতার কর্পোরেট ইচ্ছেতে।
ফিথাগোরাসের সংখ্যাতত্বের যুগ্ম অযুগ্ম মেনে
অমীমাংসিত ভগ্নাংশ জমা হয়।
কিছু ধ্রূবক রাখা আছে আবৃত দশমিক এর মতো আপোষের নেমপ্লেটে ।
স্বপ্নের চোরাবালিতে মূক অনুরাগ ডুবে শাশ্বত শব্দের অগ্ন্যুত্পাত ঘটে।
যক্ষের মতো আগলে রাখা যন্ত্রণার সিলমোহরে ছেঁড়া দলিল দস্তাবেজ পুড়ে যায়।
অনুভূতির তর্জমায় রাত্রির জোয়ারে ভেসে যায় ঊষার আলো।
দৃষ্টিভ্রমে কল্প মিনারে সুখ ভেবে শেষে এক- মুঠো মাটিকেই আঁকড়ে ধরে।
যতই কঠিন হোক জীবন ধাঁধার অন্তর্নিহিত চর্যাপদ , প্রাথমিক হরফ শুরু ও শেষ একই থাকে।
মাঝের জলরঙে আঁকা গুলো ধুয়ে যায় জলছাপ কিছু রেখে।
চলার কক্ষপথ পৃথক হয় টিকে থাকা পারস্পরিক সীমান্ত সংঘাতের তত্ত্বে ।
সময়ের মেটামরফোসিস প্রতিনিয়ত নিয়মের রাসায়নিক বিক্রিয়া পাল্টায়।
যতই দৃষ্টি ভালো হোক দেখার জন্য অন্তর্দৃষ্টিই উৎকর্ষ নিয়ে যায়।
স্রোতের প্রতিকূলে ভেসে থাকার জন্য আকৃতির গুঢ় বিষয়টি বোধহয় লোককথা।
একটুকরো কাঠ ও তো ভেসে থাকার লড়াই এ জয়ী হয়।
আসা যাওয়া সূত্র মেনে বিসর্জনে আগমনী ও পরিসমাপ্তিতে সূচনার সুতোয় বাঁধা।
----------------------------------------------------------------------------
ছোটগল্প
মালবিকা মজুমদার
25/07/2020
হাঁটাপথে যতটা দূর হয় আকাশের সীমানা
চোরাবালি করপুটে রেখে
ভুল হয় পাড়ের নিশানা।
নিজের ছায়া থেকে দূরে ভাবনার স্রোতে
বৃষ্টির ছাঁট না মাখা অসুখে,
পুড়ে যায় মুক্তির ডানা।
সময়ের সমুদ্রে ভেসে চলে নোনা মেঘ
জ্যোস্না তরী ছুঁয়ে যায় পাড়,
পূতিগন্ধময় ব্যর্থ অভিসার।
কথার জলসায় গান বাঁধে বহেমিয়া
গভীর ঢেউ ভেঙে তীরে
সেই পুরনো সাবেকি সুরে।
রামধণু রঙে হৃদয়ে আঁকা পট ক্ষয়ে যায়
রঙের মধুমাস জ্বরে,
গাছেদের শূন্য দুপুরে ।
রঙিন ভাবনায় ভাসে আরশিনগর বন্দর
স্বপ্নের মেলাতে একাকীত্ব,
হাতে হাত ছোঁয়াছুঁয়ি মানা ।
আষাঢ়ে মেঘ আষ্ঠেপৃষ্ঠে আটকে পড়ে
দৃষ্টি,স্ফটিকে শূন্যতা
শ্রাবণ পথ নেই জানা।
নগর তৃষ্ণা দ্বীপে বিরহের উপন্যাসে
জীবন ছোটগল্প
মোড়কে বন্দি ঠিকানা।
@copyright reserved
.......….....................................................................