সপ্তাহিক সেরা লেখনী প্রতিযোগিতাবিষয়-খোলা হাওয়া লাগিয়ে পালেকবিতা - #শর্তহীনঅপর্ণা দাস ৩/৮/২০২০
তোর মন কেমনের রাতের পর, ঊষার কিরণ ফুটবে যখন,উদাস রাত্রিশেষের তারার মাঝে , খুঁজিস আমায় তখন,আমায় তখন তোর দেওয়া সেই পুরোনো নামেই ডাকিস,দ…
সপ্তাহিক সেরা লেখনী প্রতিযোগিতা
বিষয়-খোলা হাওয়া লাগিয়ে পালে
কবিতা - #শর্তহীন
অপর্ণা দাস
৩/৮/২০২০
তোর মন কেমনের রাতের পর, ঊষার কিরণ ফুটবে যখন,
উদাস রাত্রিশেষের তারার মাঝে , খুঁজিস আমায় তখন,
আমায় তখন তোর দেওয়া সেই পুরোনো নামেই ডাকিস,
দেখবি আছি সেইখানেতেই,যেথায় বেঁধে রেখেছিলিস,
তোর আঙুল দিয়ে না হয় আমার হাত টা ছুঁয়ে রাখিস,
আমার সাথে পা মিলিয়ে, যদি দু পা চলতে পারিস,
সব বাধা কেই পেরিয়ে যাবো ,শুধু একটু বলিস,
রামধনু সাত রঙে আবার স্বপ্ন দেখবো সেদিন,
ভাবনা গুলো একসাথেতেই আবার হবে রঙিন,
বাজবে নতুন ঝঙ্কারে আমার ছিন্ন তারের বীন,
নতুন সুরেই আবার হবো তোর ই মাঝে বিলীন,
ভালোই যদি বাসিস তবে ,বাসবি শর্তহীন,
আপোষের ওই ভালোবাসার আয়ু বড়ই ক্ষীণ ।।