Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কবিতা-কুটির-সাহিত্য-পত্রিকা-সাপ্তাহিক-সেরা-লেখনি-সম্মাননা

একটি পূণ্য চাইসমর ভৌমিক04 আগষ্ট 2020; 23:11.নি:শব্দে কথা বলি জীবনের সাথেঅপ্রকাশ্য ভাষায় লুক্কায়িত মনে,ভুল থেকে তুলে নেয়া শিক্ষার মতোমুহুর্তগুলো বুকে নিয়ে এগিয়ে চলা।.নিজস্ব উপায়ে জীবনের মুহুর্তগুলি চাইএমনকি ভালো বা মন্দ মুহুর্তগু…

 


একটি পূণ্য চাই

সমর ভৌমিক

04 আগষ্ট 2020; 23:11

.

নি:শব্দে কথা বলি জীবনের সাথে

অপ্রকাশ্য ভাষায় লুক্কায়িত মনে,

ভুল থেকে তুলে নেয়া শিক্ষার মতো

মুহুর্তগুলো বুকে নিয়ে এগিয়ে চলা।

.

নিজস্ব উপায়ে জীবনের মুহুর্তগুলি চাই

এমনকি ভালো বা মন্দ মুহুর্তগুলোও,

আনন্দ অশ্রু কিংবা দু:খের সাথে

অবয়বে চাই অনুভুতির ছাপ।

.

স্মৃতিময় আনন্দ বেদনার মুহুর্তগুলি

অনুভুতিতে থেকে যায় গভীর আত্মায়,

স্বপ্নের মধ্যে বহুবার দেখা অণু-

মনের চোখে অন্তরভুক্ত এখনও।

.

বিস্মৃত হয়ে অণু’কে ছেড়ে যাইনি

পরিস্কার আত্মায় মিথ্যাকে প্রশ্রয় দিয়ে,

ভয়ের ভাবনায় পালিয়ে গিয়ে-

মন খারাপের কারন হইনি অবেলায়।

.

তাঁর ভালোবাসার প্রতিদানে

চলেছি জীবনের অসমাপ্ত পথ,

নিজের মতো করে হাসি কান্নায়

মনে রেখেছি সভ্যতার ক্রিয়াকর্ম।

.

ধৈর্য ও আশার স্বপ্ন জড়িয়ে রাখতে

আগামীতে বিশ্বাস রেখেছি অনুশোচনাহীন,

জীবন জঞ্জালমুক্ত নয় জেনেও

প্রত্যাশায় অসময়ের একটু বিরতি।

.

পরমাত্মার কষ্টময় কর্মগুলো পার হতে

বিশ্বাস এবং মানবীয় সৌন্দর্য্যে,

অণু’কে বিজয়ী করতে-

নিরলস সময়ের একটি পূণ্য চাই।