Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কবিতা-কুটির-সাহিত্য-পত্রিকা-সাপ্তাহিক-সেরা-লেখনি-সম্মাননা

নারী।     শক্তি সেন।     ০৬/০৮/২০২০
নারী তুমি অধে’ক আকাশ       এই ধরা মাঝেমন্ত্রমুগ্ধ পুরুষেরা       হররোজ দিন রাত্রি সাঁঝে। 
তোমারই গভ’জাত সবে         দুনিয়ার যত সৃষ্টি তোমার হাতেপ্রণমী তোমায় মাতঃ      আজি এই বৃষ্টিস্নাত প্রাতেঃ। 

 


নারী। 

    শক্তি সেন। 

    ০৬/০৮/২০২০


নারী তুমি অধে’ক আকাশ

       এই ধরা মাঝে

মন্ত্রমুগ্ধ পুরুষেরা

       হররোজ দিন রাত্রি সাঁঝে। 


তোমারই গভ’জাত সবে

         দুনিয়ার যত সৃষ্টি তোমার হাতে

প্রণমী তোমায় মাতঃ

      আজি এই বৃষ্টিস্নাত প্রাতেঃ। 


শিশু থেকে বড়ো হওয়া

       তোমারই স্নেহের লালন-পালনে

তোমার স্নেহাস্পশ’ পায় না যারা

       অভাগা হিসাবে প্রমাদ তারা গোণে। 


তুমি শক্তি, তুমি প্রেরণা 

        তুমি মুক্তিদাত্রী সবাকার

ধরায় সকল সুখ-শান্তি বজায়ে

     তোমা ছাড়া সকলই  ‘বেকার’। 


তোমারে অবজ্ঞা করে যায় যারা

      বোঝে না তারা নিজের উৎপত্তিস্থল

সংসার মাঝারে দিশাহীন তারা

      অকুলপাথারে পড়ে, ভুগে তার ফল। 


তুমি ভগিনী  তুমি কন্যা তুমিই জননী

       একই অঙ্গে হরেক রূপ এই ধরায়

সব’ত্র সুগন্ধে আমোদিত রাখো তুমি

         ধূপ যেমন পুড়ে যখন সরায়। 


ধরায় যখন আঁধার নামে

           হয়ে তুমি এসো দুগ’তিনাশিনী

শূলবিদ্ধ করে যাও অসুরকে

           মানুষ মানুষকে যখন বলে ভালবাসিনি। 


এ জগতে তুমিই তো মানুষের ত্রাতা

            যুগে যুগে অবতীর্ণ   হও

ভিন্ন বেশে অবতার রূপে

         সকলকে অপার ভালবাসার কথা কও। 


তোমাভাবে থাকে অপূণ’ এই ধরা

          পুরুষেরাও হয় শক্তিহীন

শক্তির সঞ্চার তুমিই করো তাতে

          নয়তো দুঃখে হয় জীবন বিলীন।