হকার সার্টিফিকেট অফ ভেন্ডিং এর দাবীতে তাম্রলিপ্ত পৌরসভায় স্ট্রীট হকারদের ডেপুটেশন।
কোভিড 19 অতিমারির প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার হকারদের জন্য একটি ঋণ প্রকল্পের ঘোষণা করেছে। এই ঋণ গ্রহণের জন্য পৌর কর্তৃপক্ষের দেওয়া সার্টিফিকেট অফ…
হকার সার্টিফিকেট অফ ভেন্ডিং এর দাবীতে তাম্রলিপ্ত পৌরসভায় স্ট্রীট হকারদের ডেপুটেশন।
কোভিড 19 অতিমারির প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার হকারদের জন্য একটি ঋণ প্রকল্পের ঘোষণা করেছে। এই ঋণ গ্রহণের জন্য পৌর কর্তৃপক্ষের দেওয়া সার্টিফিকেট অফ ভেন্ডিং বাধ্যতামূলক। কিন্তু তমলুক পৌরসভা থেকে হকাররা তা পাননি। 24 মার্চ20 পর্যন্ত হকারি করেছেন এমন সমস্ত হকারদের সার্টিফিকেট অফ ভেন্ডিং দিতে হবে ও হকার আইন 2014 অনুযায়ী টাউন ভেনডিঙ কমিটি গঠন করতে হবে এই দাবীতে পূর্ব মেদিনীপুর জেলা স্ট্রীট ইউনিয়নের ডাকে বিক্ষোভ ডেপুটেশন হল তমলুক পুরসভায়।
![]() |
Add caption |
উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ভরত মাইতি, করুনা শংকর ভৌমিক, স্বদেশ পড়িয়া প্রমূখ নেতৃত্ব গন। বিক্ষোভ শেষে তাম্রলিপ্ত পুরসভার প্রশাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয় নির্দিষ্ট দাবিগুলির ভিত্তিতে।