অযোধ্যায় রামচন্দ্রের জন্মভূমিতে আজ রাম মন্দিরে ভূমি পুজোর আয়োজন করা হয়েছে। সেই উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে একাধিক জায়গায় রামের পুজো শুরু করেছে রাম ভক্তরা। সকাল সকাল পুজো সেরে নিলেন কারণ আজ সারা রাজ্যে চলছে লকডাউ… অযোধ্যায় রামচন্দ্রের জন্মভূমিতে আজ রাম মন্দিরে ভূমি পুজোর আয়োজন করা হয়েছে। সেই উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে একাধিক জায়গায় রামের পুজো শুরু করেছে রাম ভক্তরা। সকাল সকাল পুজো সেরে নিলেন কারণ আজ সারা রাজ্যে চলছে লকডাউন। রাম ভক্ত দের অভিযোগ সারাদিন ধরেই রামের পূজো যজ্ঞ করার পরিকল্পনা ছিল কিন্তু রাজ্য সরকার এই দিনটিকে লকডাউন ঘোষণা করার জন্য সব পরিকল্পনাই বাতিল করতে হয়। পাশাপাশি তমলুক শহর লাগোয়া নিশ্চিন্ত বসান গ্রামে দেখা গেল রাম চন্দ্রের ভক্তদের রাম পুজো করতে।