রুদ্র আচার্য, গাইবান্ধা, বাংলাদেশ
গতকাল মঙ্গলবার (৪ আগষ্ট) ৩.০১ মিনিটে মজুমদার,সুন্দরগঞ্জ,গাইবান্ধায় কাব্যসুধা সাহিত্য পত্রের আয়োজনে সাহিত্য-আড্ডা অনুষ্ঠিত হয়।আয়োজনের প্রথমাংশে উদীয়মান লেখিয়েদের কবি পাঠ এবং বিচার কর হয়।কবিতা পাঠে অ…
রুদ্র আচার্য, গাইবান্ধা, বাংলাদেশ
গতকাল মঙ্গলবার (৪ আগষ্ট) ৩.০১ মিনিটে
মজুমদার,সুন্দরগঞ্জ,গাইবান্ধায়
কাব্যসুধা সাহিত্য পত্রের আয়োজনে সাহিত্য-আড্ডা অনুষ্ঠিত হয়।আয়োজনের প্রথমাংশে উদীয়মান লেখিয়েদের কবি পাঠ এবং বিচার কর হয়।কবিতা পাঠে অংশগ্রহণ করেন - ফটিক বর্মন,রুদ্র আচার্য,নাজ, নাজনীন শুচি,হাসান রোকন,আমিনুল ইসলাম, আল আমিন মোহ,নাজমুল,শাহাদুল, মিশন এবং আরও অনেকে।
আলোচ্য বিষয় "মহা বিপর্যয় ও সাহিত্য" ছাড়াও বক্তারা সুস্থ মানুষ ও মাদকমুক্ত সমাজ গড়ার জন্য বই পড়া তথা গ্রন্থাগারের গুরুত্ব ব্যাখ্যা করেছেন উক্ত আড্ডার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরোজ দেব (কবি,সংগঠক ও সম্পাদক "শব্দ")।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অাবু ওবায়দা টিপু( সাংবাদিক, সংগঠক কন্ঠ সংযোগ,রংপুর)
সঞ্জয় সরকার (সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান বাংলা ববি)
কৌশিক আহমেদ রুবেল
(প্রভাষক সংগীত চবি,সভাপতি ভিন্নষড়জ)
উপদেষ্টা আলোচক হিসাবে উপস্থিত ছিলেন নাসরীন সুলতানা রেখা(কবি ও লেখক,উপাধ্যক্ষ সুন্দরগঞ্জ মহিলা মহাবিদ্যালয়)
প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন
ড.শফিউল ইসলাম ভূঁইয়া(শিশু উন্নয়ন সংস্থা বামনডাঙ্গা,সুন্দরগঞ্জ, গাইবান্ধা )
এছাড়াও আলোচ্য বিষয়ে আলোচনা করেন
সুভাষ মল্লিক,আসাদ আল- আমিন,তাপন পাটোয়ারী,আরিফ ফয়সাল ও কঙ্কণ সরকার।
অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন
শাফিক আফতাব (কবি,গবেষক ও কথাসাহিত্যিক
সহযোগী অধ্যাপক বাংলা বিভাগ
নর্দান বিশ্ববিদ্যালয়)
সঞ্চালনায় করেন সাইফুল আকন্দ(কবি ও সাংবাদিক)
-রুদ্র আচার্য