সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব-২৫বিভাগ -কবিতাকবিতা -এক যে ছিল তুলট মেঘকলমে- স্বপন চক্রবর্তী ২৫.০৯.২০
ধুলোট মেঘ,তুলট মেঘ, সে এক ভুবন - কিউমুলাস,অনেক দূরে, তেপান্তরে নীল গালিচায় তাদের বাস।
শরৎ যেদিন ডাকতো কাছে, অশ্রু শ্রাবন শেষে,সাদা তুল…
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব-২৫
বিভাগ -কবিতা
কবিতা -এক যে ছিল তুলট মেঘ
কলমে- স্বপন চক্রবর্তী
২৫.০৯.২০
ধুলোট মেঘ,তুলট মেঘ, সে এক ভুবন - কিউমুলাস,
অনেক দূরে, তেপান্তরে নীল গালিচায় তাদের বাস।
শরৎ যেদিন ডাকতো কাছে, অশ্রু শ্রাবন শেষে,
সাদা তুলো আটেপিটে আসত ডানায় ভেসে।
ছড়িয়ে দিতো নরম তুলো আলের পথে , ঘাসের পিঠে ,
বিলের ধারে, পুকুর পারে,বন সবুজের ঝিলের মাঠে।
পেঁজা তুলো জমাট হলে, কাশ ফুটত নদীর কূলে,
ঝিলমিল রোদ চাপিয়ে গায়ে , নাচতো দুলে দুলে।
তুলোট মেঘের বন্ধু যারা, দোলনচাঁপা, ছাতিম থোকা,
চাঁদের আলোয় গল্প হতো, জমিয়ে রাখা অনেক কথা।
ভোরের আলো ঝিলিক দিত, শিশির মাখা ঘাসে,
ঘাসের ডগায় নাকছাবিতে হীরের মতো ঝলক।
শিউলি চাদর পেতে , শরৎরানী বসত এসে পাশে,
এসব কিছুই আগলে রাখে বুকের নিচে তুলট।
তখন সে এক খুশির আবেশ, রূপনগরের জলে ,
পাড়ায় পাড়ায় পুজোর সাজ, জয় দূর্গা বলে ,
ঢ্যাং কুকাকুর - ঢ্যাং কুকাকুর ,ঢাকের তালে তালে,
তুলট তখন আপন মনে, খেলতো পেখম মেলে।
শরৎ ফিরে গেলে, যে যার ঘরে আবার যেত চলে,
সাত সুমুদ্দুর পেরিয়ে তুলোট ফিরত মেঘের কুলে।