সাপ্তাহিক কবিতা প্রতিযোগিতা- (২৫)বিষয়-তুলোট মেঘের গল্প২৪/৯/২০২০
*****মেঘের রূপ*****
মেঘেরা বেঁধেছে বাসা, আকাশের প্রাঙ্গণে- কত শত মেঘ আছে সেথা,তা কে জানে!অনুক্ষণ ঘুরে বেড়ায়,আকাশের বুকে এ-প্রান্ত হতে ও-প্রান…
সাপ্তাহিক কবিতা প্রতিযোগিতা- (২৫)
বিষয়-তুলোট মেঘের গল্প
২৪/৯/২০২০
*****মেঘের রূপ*****
মেঘেরা বেঁধেছে বাসা, আকাশের প্রাঙ্গণে-
কত শত মেঘ আছে সেথা,তা কে জানে!
অনুক্ষণ ঘুরে বেড়ায়,আকাশের বুকে
এ-প্রান্ত হতে ও-প্রান্তে,
টহল দেয় সে মহাসুখে।
ছোট-বড়,সাদা-কালো,
কত মেঘ যে আছে সেথা,
যদি তুমি গুনতে চাও
তোমার অাশা হবে বৃথা ।
বুড়ো মেঘ,জোয়ান মেঘ-
আছে তাদের ছোট-ছোট ছানা,
আকাশ জুড়ে খেলা করে,
মেলে দিয়ে ডানা।
একদিক হতে অন্যদিকে
যায় চলে ভেসে-ভেসে,
পক্ষ মেলি উড়ে বেড়ায়
দোল খায় বাতাসে।
সাদা মেঘ আকাশকে করে তোলে নীল
নীলাকাশ আর শুভ্র মেঘে আছে কত মিল!
আকাশের যত নীল,মুছে দেয় কালো মেঘে,
ঘন-কৃষ্ণ মেঘ,আকাশকে দেয় ঢেকে-
প্রবল ঝড়-বৃষ্টি আসছে ধেয়ে,
তার-ই সঙ্কেত এ যে।
মেঘের যে এতো রূপ, বুঝি নি কভু আগে
ভারি ভালো লাগে,আকাশ-লোকে,
মেঘের এতো রূপ দেখে। ।
*****মৌসুমী ভৌমিক*****