সাপ্তাহিক সেরা লেখনী প্রতিযোগিতা বিষয়:তুলোট মেঘের গল্পবিভাগ:কবিতাশিরোনাম:সাদা মেঘকলমে:শিবু চন্দ্রতাং:২২/০৯/২০২০
নীলাকাশে তুলোট মেঘেকরছে তারা খেলা,তুলোট মেঘে খেলা খেলেযায় যে কেটে বেলা।
দেশ বিদেশে মেঘেরা আজআনাগোনা করে,এক দেশ থেকে আরে…
সাপ্তাহিক সেরা লেখনী প্রতিযোগিতা
বিষয়:তুলোট মেঘের গল্প
বিভাগ:কবিতা
শিরোনাম:সাদা মেঘ
কলমে:শিবু চন্দ্র
তাং:২২/০৯/২০২০
নীলাকাশে তুলোট মেঘে
করছে তারা খেলা,
তুলোট মেঘে খেলা খেলে
যায় যে কেটে বেলা।
দেশ বিদেশে মেঘেরা আজ
আনাগোনা করে,
এক দেশ থেকে আরেক দেশে
মেঘ ছড়িয়ে পড়ে।
কতো খেলা লুকোচুরি
খেলে আকাশ মাঝে,
নীলাকাশে তারা যেন
নিত্য নতুন সাজে।
তুলোট মেঘে খেলে বেড়ায়
সময় নেই তো গোনা,
তুলোট মেঘকে দেখায় যেন
সাদা বরফ বোনা।