Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকার-সাপ্তাহিক-সেরা-সম্মাননা

সাপ্তাহিক সেরা লেখনী প্রতিযোগিতাবিষয় --তুলোট মেঘের গল্প  বিভাগ --কবিতা 

তুলোট মেঘ ও  অষ্টাদশীমালা সেন দে ২৩।৯।২০২০
ওগো অনুপম , তুমি তুলনাহীন , আকাশের বুকে তোমার ওই তুলোট মেঘের মিছিল ছুটে চলেছে । শরতের প্রাসাদে কবেকার সে হলুদ বিকেলে…

 


সাপ্তাহিক সেরা লেখনী প্রতিযোগিতা

বিষয় --তুলোট মেঘের গল্প  

বিভাগ --কবিতা 



তুলোট মেঘ ও  অষ্টাদশী

মালা সেন দে 

২৩।৯।২০২০


ওগো অনুপম , তুমি তুলনাহীন , 

আকাশের বুকে তোমার ওই তুলোট মেঘের মিছিল ছুটে চলেছে । 

শরতের প্রাসাদে কবেকার সে হলুদ বিকেলে,  

দেখেছিলাম দীঘল ছায়ার মত তোমায় । 

আনন্দের আতিশয্যে সাদা পাতায় কাটিনি কোনো দাগ , 

সেদিন লিখিনি তোমায় নিয়ে একটাও কবিতা । 

এক পলক দেখা , একটু হাসির ছোঁয়া চিলেকোঠায় হারিয়ে যেতে যেতে , 

ডুবে থাকা ঘাসের শিশিরে হাজার বছরের পথচলায় । 

কুড়িয়েছি অনেক নুড়ি ,  পারিনি ছন্দে বাঁধতে , 

প্রথম দেখা আজও অন্ত্যমিলের পথ খুঁজে চলেছে । 

মেঘের ক্যানভাসে কত আঁচড় কেটেছি সন্ধ্যার ডুবে যাওয়া ধূসর তুলিতে , 

আগুন লাগা রঙ আছড়ে পড়েছে সন্ধ্যার ব্যালকনিতে । 

আমি তখন অষ্টাদশী , বসন্তের সাথে হয়েছে পরিচয় , 

শীতের চাদর মুড়ে পড়শির চিলেকোঠায় কথার পিঠে হয়নি কোনো কথা । 

তুমি ছিলে অচেনা , বয়স হলো নদীর মত ভরা শ্রাবণ , 

শুধুই সাদা পাতায় দুদণ্ডের কবিতা আরএক কলি গান ! 

তারই জবানিতে লিখেছিলাম , যেদিন গেছে ভেসে । 

এসবই ছিল তুলোট মেঘের তাকে , আজ যখন দেখি , 

শরতের প্রাসাদ ছাড়িয়ে দিগন্তের সীমাহীনে

  হারিয়ে যাবার ব্যাকুলতা ! 

তাই আর ভাবিনা , ভেবে কোনো লাভ নেই আজ । 

তুলোট মেঘেরা চায় না বন্ধন , ওরা ভেসে থাকার জন্যই জন্মায় , 

জীবনের কবিতা হয় না কোনোদিন ॥