#উপনিবেশ##পলি ঘোষ ✍️
ঝড় বাদলের হাত থেকে মুক্তির দাবিতেপাখিদের ঘর বাঁধার খেলা,কার্নিশের আশ্চর্য্য ছেলেবেলা।রোদ্দুরের রঙিন চিলের পিঠে চেপেহাওয়ার ভেলায়।
উপনিবেশের ছাদ,পাখিরালয়ের দালানেরকাঠামোর গায়ে...কুটাভাস দিয়ে গড়েহারানো গ্…
#উপনিবেশ#
#পলি ঘোষ ✍️
ঝড় বাদলের হাত থেকে মুক্তির দাবিতে
পাখিদের ঘর বাঁধার খেলা,
কার্নিশের আশ্চর্য্য ছেলেবেলা।
রোদ্দুরের রঙিন চিলের পিঠে চেপে
হাওয়ার ভেলায়।
উপনিবেশের ছাদ,পাখিরালয়ের দালানের
কাঠামোর গায়ে...
কুটাভাস দিয়ে গড়ে
হারানো গ্রহের দ্বন্দ্ব।
কার্নিশও কথা বলে চাঁদ ,তারাদের সাথে
গ্রীষ্মের বৃষ্টিও তার ভাষা জানে...
বাতাস বেয়ে প্রজাপতি
উপনিবেশ গড়ে।