শিরোনাম-'প্রকৃতির প্রতি'কলমে-ব্রততী রায়চৌধুরীতারিখ-১৯/০৯/২০২০
প্রকৃতি তুমি ডালি ভরে সাজিয়ে রাখো আদর যতন,আগলে রাখো ধরিত্রী কে ঠিক কোন এক মায়ের মতন।প্রকৃতি তুমি কবির লেখনীতে মধু গন্ধে ভরা,তোমার স্পর্শে প্রাণ পায় জরাজীর্ণ বসু…
শিরোনাম-'প্রকৃতির প্রতি'
কলমে-ব্রততী রায়চৌধুরী
তারিখ-১৯/০৯/২০২০
প্রকৃতি তুমি ডালি ভরে সাজিয়ে রাখো আদর যতন,
আগলে রাখো ধরিত্রী কে ঠিক কোন এক মায়ের মতন।
প্রকৃতি তুমি কবির লেখনীতে মধু গন্ধে ভরা,
তোমার স্পর্শে প্রাণ পায় জরাজীর্ণ বসুন্ধরা।
প্রকৃতি তুমি মানে তো সৃষ্টি সুখ সদ্য ফুটে ওঠা ফুল,
আশ্রয়দাত্রী তোমার ছায়ায় বেড়ে ওঠে প্রাণিকুল।
প্রকৃতি তুমি আজ কেন রুষ্ট হলে বদলে চেনা রূপ,
তোমার সন্তান মরছে দেখেও রয়েছো তুমি চুপ।
প্রকৃতি তুমি শান্ত হও করুনাধারা পাক এ ভূমি,
অসহায় কান্না পাচ্ছো না শুনতে এ কেমন মা তুমি?
প্রকৃতি তুমি তো মমতাময়ী এমন কাজ তোমার সাজে না,
তুলসীতলায় ঘোর আঁধার শঙ্খ ধ্বনি যে আর বাজে না।
প্রকৃতি তুমি ক্ষমা করে দাও যত অনাচার আছে যত পাপ,
মুক্ত করো এ কাঁটার বাঁধন ফিরিয়ে নাও তোমার অভিশাপ।