।।ইন্দ্রাণী রাহা।।কবিতা---"কবি"----
কবি, তোমার কবিতা আমি রোজ পড়ি---পড়ি আর ভাবি,কি করে অনায়াসে আমার মনের গোপন অলিন্দে রাখো হাত,আমার অচেনা মন, আমায় তো ধরা দেয় না,তুমি তার নাগাল পাও কেমন করে,বলতো আমি এখন কী করি?হয়তো তুমি মন…
।।ইন্দ্রাণী রাহা।।
কবিতা---"কবি"----
কবি, তোমার কবিতা আমি রোজ পড়ি---
পড়ি আর ভাবি,কি করে অনায়াসে আমার মনের গোপন অলিন্দে রাখো হাত,
আমার অচেনা মন, আমায় তো ধরা দেয় না,
তুমি তার নাগাল পাও কেমন করে,
বলতো আমি এখন কী করি?
হয়তো তুমি মনস্তাত্বিক----
মানুষের মনের চোরাপথে তোমার আসা যাওয়া,
তাই স্বচ্ছন্দ বিচরণ তোমার লেখনীর,
কিন্তু আমার মনের রেশমী পালকে জড়ানো রেশম-কোমল অভিমান,
তাদের হাত ধরো কি করে? তুমি তো নও আমার প্রেমিক!
আমার অনুভূতিদের আমি বোঝাতে পারি না----
বোঝাতে পারি না কাউকে কী আমি চাই,।শব্দগুলো পরিহাস করে আমায়,
তুমি মরমীয়ার মত আমার অনুভূতির বুকে বসন্তের ফুল ফোটাও,
মনে হয় ওই ফুলের মালা দিয়েছ আমারই গলায়,
ভালোবাসা কি একেই বলে?
আমি জানি না।
কবি তোমায় চোখে দেখিনি----
দেখতে চাই না,রোজ দেখতে দেখতে যদি আটপৌরে হয়ে যাও,
সে আমার প্রাণে সইবে না,
তার চেয়ে এই ভালো,
ডুবুরির মত আমার মনের অতলে ডুবে তুমি তুলে এনো মুক্তো,আমার জন্যে,
আমি সোহাগে আদরে সেই মুক্তোর মালা গাঁথব,পড়াব তোমার গলায়,
এসো চিরদিনের মত তোমায় আমার দু চোখে এঁকে নিই!!!!
*******************************************
ইন্দ্রাণী রাহা।
কবিতা---তবু খুঁজি--
------------------
আকর্ষণ থেকে ভালোলাগা
ভালোলাগা থেকে ভালোবাসাতে,
খুঁজে ফিরি প্রেম।
বিরহ থেকে বিষাদ
বিষাদ থেকে বিচ্ছেদে,
খুঁজে ফিরি প্রেম।
অনুভব থেকে অনুভূতি
অনুভূতি থেকে স্পর্শে,
খুঁজে ফিরি প্রেম।
অন্ধকার থেকে আলো
আলো থেকে শিশির বিন্দুতে,
খুঁজে ফিরি প্রেম।
দেহ থেকে মনে
মন থেকে আত্মায়
কিসের অন্বেষণ,
উত্তর জানা নেই--
তবু
খুঁজে ফিরি প্রেম।।
Copyright@indrani raha.
20.7.20.
*************************************
ইন্দ্রাণী রাহা।
১৯.৫.২০.
কবিতা----"হারিয়ে গেছে "
-----------------------
মনে হলো কে যেন
কড়া নেড়ে বলছে---
অবনী বাড়ি আছো ?
মনে হলো কেন জানিনা,
অবনী অনেক দিন হলো
নিরুদ্দেশ হয়ে গেছে-- কোথায়, বলব কি করে,
সে তো ইচ্ছে করে হারিয়ে গেছে।
এক অবনী ছিল স্বপ্নের ফেরিওয়ালা,
স্বপ্নগুলো কেউ কিনলো না,
স্বপ্নগুলো চিলেকোঠার ঘরে বন্ধ করে, অবনী ঘুমিয়ে পড়লো, আর উঠলো না।
আর এক অবনী প্রেমে পড়েছিল,
বুকের রক্ত দিয়ে প্রেমপত্র লিখত ,
হাতে তুলে দেবার আগেই --
লাল বেনারসি অন্যের হয়ে গেল,
সেই অবনীর নিজের নামটাও আজ আর মনে নেই।
অবনী নামটার সাথে বুঝি
ব্যর্থ জীবন জড়িয়ে থাকে--- নিষ্ফলা মাটি যেমন, তিতিবিরক্ত সময় যেমন,
শুরু থেকে শেষ পর্যন্ত যন্ত্রনা আর যন্ত্রনা ।
তবু মনে হলো কে যেন কড়া নেড়ে বলছে-----
অবনী বাড়ি আছো?
না---না--- অবনী বাড়ি নেই,
অবনী হারিয়ে গেছে।।
Copyright@indrani raha.
19.5.20.