Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ধর্ষণে অভিযুক্ত বেকসুর খালাস

সম্পত্তি নিয়ে বিবাদের জের, এক বৃদ্ধকে পক্সো আইনে ফাসানোর অভিযোগ। অভিযুক্তকে বেকসুর খালাস করে আদালতের পর্যবেক্ষন, ভবিষ্যতে এই ধারা প্রয়োগে যেন আরো যত্নবান হয় পুলিশ। ২০১৭ সালে ময়না থানা এলাকার এক গৃহবধু থানায় লিখিত অভিযোগ করেন,তার …

 

সম্পত্তি নিয়ে বিবাদের জের, এক বৃদ্ধকে পক্সো আইনে ফাসানোর অভিযোগ। অভিযুক্তকে বেকসুর খালাস করে আদালতের পর্যবেক্ষন, ভবিষ্যতে এই ধারা প্রয়োগে যেন আরো যত্নবান হয় পুলিশ। 

২০১৭ সালে ময়না থানা এলাকার এক গৃহবধু থানায় লিখিত অভিযোগ করেন,তার নাবালিকা মেয়েকে ধর্ষন করা হয়েছে। সেই অভিযোগে এক ব্যাক্তিকে( বলাই মাল) গ্রেপ্তার করে পুলিশ। তমলুক আদালতে মামলা চলতে থাকে। প্রায় আট মাস জেলও খাটেন অভিযুক্ত । তারপর কোলকাতা হাইকোর্ট থেকে জামিন পান। সেই কেসের আজ ছিল ফাইনাল জাজমেন্ট। তমলুক আদালতের অতিরিক্ত দায়রা বিচারক অভিযুক্ত ব্যাক্তিকে বেকসুর খালাস করে দেন। পাশাপাশি আদালতের পর্যবেক্ষন পক্সো আইন ব্যাবহারের ক্ষেত্রে পুলিশকে আরো যত্নবান হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। অভিযুক্ত ব্যাক্তি আজ বেকসুর খালাস হয়ে তার একটাই, আর্তি, মামলা লড়ে নির্দোষ প্রমান করতে প্রায় তিন লক্ষ টাকা খরচ হয়ে গেল। টাকাতো গেলো, কিন্তু তার যে সম্মান নষ্ট হলো, তা কি তিনি কোনোভাবে ফিরে পাবেন???