Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মদের দোকান ভাঙচুর, আগামীকাল প্রতিবাদ দিবস

জনরোষে ভাঙচুর লাইসেন্স যুক্ত মদের দোকান ,অগ্নিগর্ভ দেবেন্দ্র ও ভাজাচাউলি অঞ্চল,কাল প্রতিবাদ দিবসের ডাক৷
 মারিশদা থানার অন্তর্গত দেবেন্দ্র ও  ভাজাচাউলি অঞ্চলে  লাইসেন্স যুক্ত মদের  দোকান হয়েছিল তার বিরুদ্ধে প্রথম থেকেই সরব হয়েছিল…

 


জনরোষে ভাঙচুর লাইসেন্স যুক্ত মদের দোকান ,অগ্নিগর্ভ দেবেন্দ্র ও ভাজাচাউলি অঞ্চল,কাল প্রতিবাদ দিবসের ডাক৷


 মারিশদা থানার অন্তর্গত দেবেন্দ্র ও  ভাজাচাউলি অঞ্চলে  লাইসেন্স যুক্ত মদের  দোকান হয়েছিল তার বিরুদ্ধে প্রথম থেকেই সরব হয়েছিল গ্রামবাসীরা  ৷এই দোকান কে কেন্দ্র করে এলাকায় নানা অসামাজিক কাজকর্মের বিরুদ্ধে  বিশেষ করে মেয়েদের নিরাপত্তার দাবিতে গণ স্বাক্ষর করে মদ বিরোধী নাগরিক কমিটি গঠন করে একজোট হচ্ছিল গ্রামবাসীরা ৷ দোকান সংলগ্ন  পাঁচ থেকে সাতটি গ্রামের গ্রামবাসীরা গণস্বাক্ষর  করে গণ কমিটি গঠন করে  ৷আজ অর্থাৎ ২৮ সেপ্টেম্বর মারিশদা থানার ওসি এবং মারিশদা বিডিওর কাছে ও  সভাপতির কাছে ডেপুটেশনের কর্মসূচি ছিল কমিটির পক্ষ থেকে৷ এই কর্মসূচিতে যাওয়ার জন্য মদ বিরোধী নাগরিক কমিটির সদস্যরা  রওনা দেওয়ার সময় অতর্কিতভাবে  তাদের উপর আক্রমণ চালায়।  এমতাবস্তায় পাঁচ থেকে সাতটি গ্রামের গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে মদ দোকানের উপর  হামলা চালায় ৷তাতে দুষ্কৃতীরা পালিয়ে যায় কিন্তু ক্ষিপ্ত গ্রামবাসী মদ দোকানের উপর চড়াও হয়ে ভাঙচুর চালায়৷ এ রকম পরিস্থিতিতে পুলিশ এবং স্থানীয় আঞ্চলিক রাজনৈতিক নেতারা উপস্থিত হয় ৷তারা প্রতিশ্রুতি দিয়েছে এখানে মদ দোকান বন্ধ করবে কিন্তু মদ বিরোধী নাগরিক কমিটির সদস্যরা জানিয়েছেন অবিলম্বে যদি মদ দোকান বন্ধ না হয় তাহলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে উঠবে৷ আজকে ঐ এলাকায় মদ বিরোধী নাগরিক কমিটির নেতাদের উপর দূষ্কৃতিদের হামলার প্রতিবাদে এবং অবিলম্বে মদের দোকান বন্ধের দাবিতে   আগামীকাল 'প্রতিবাদ দিবস' এর ডাক দেওয়া হয়েছে৷