Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অপু দুর্গার সাহিত্য পত্রিকা সাপ্তাহিক লেখনি সম্মাননা

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব-২৪বিষয়- শিক্ষক দিবসশিরোনাম- রাধাকৃষ্ণন স্মরণেকলমে-সুতপা পাত্র দাসতারিখ- ০৫/০৯/২০২০
১৮৮৮-এর ৫ ই সেপ্টেম্বর জন্ম ব্রাহ্মণ পরিবারে,বাবা চাইতেন, ছেলে কাটাক জীবন পুজো করে।তাঁর ছিলোনা সম্মতি, বাবার ইচ্ছে হলো …

 


সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব-২৪

বিষয়- শিক্ষক দিবস

শিরোনাম- রাধাকৃষ্ণন স্মরণে

কলমে-সুতপা পাত্র দাস

তারিখ- ০৫/০৯/২০২০


১৮৮৮-এর ৫ ই সেপ্টেম্বর জন্ম ব্রাহ্মণ পরিবারে,

বাবা চাইতেন, ছেলে কাটাক জীবন পুজো করে।

তাঁর ছিলোনা সম্মতি, বাবার ইচ্ছে হলো না পূরণ,

ছেলে মেধাবী অতি, লেখাপড়ায় তাঁর মন ভীষণ।


অনিচ্ছা সত্ত্বেও পড়ার বিষয় নিয়েছিলেন দর্শন,

একের পর এক ডিগ্রি করেছিলেন তিনি অর্জন।

মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজে শুরু হয় অধ্যাপনা,

ছাত্রছাত্রীরা সকলে তাঁকে জানায় উষ্ণ অভ্যর্থনা।


পড়ুয়াদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিলেন অতি,

সকল পড়ুয়া ভক্তি শ্রদ্ধা জানাতো সদা তাঁর প্রতি।

অনেক বিশ্ববিদ্যালয়, তাঁর অধ্যাপনার স্বাদ পায়,

তাঁর পাঠদান শুনে,পড়ুয়ারা অভিভূত হয়ে যায়।


১৯৫২ য় উপরাষ্ট্রপতির পদ করেন তিনি অলংকৃত,

১৯৬২ সালে দেশের রাষ্ট্রপতির পদে পদে হন অধিষ্ঠিত।

সাথীরা চায় সমারোহে করতে তাঁর জন্মদিন পালন,

দেন না সম্মতি, করেন সাথীদের নিষেধ বারণ।


জন্মদিন, শিক্ষক দিবস হিসাবে হোক পালিত,

তাহলেই তিনি পাবেন আনন্দ, হবেন সম্মানিত।

সেই থেকে তাঁর জন্মদিনে সমারোহে হয় পালন-

শিক্ষক দিবস হিসাবে,করি সকলে স্মৃতিচারণ।


ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন শিক্ষক সুমহান,

দেশবাসীর কাছে আজও হয়ে আছেন মহীয়ান।

আজ মহান শিক্ষক দিবসে, তাঁর পুণ্য জন্মদিনে

জানাই প্রণাম তাঁকে,আর সকল শিক্ষকের চরণে।