সাপ্তাহিক প্রতিযোগিতা ২৪শিক্ষক দিবসশিরোনাম:-"প্রকৃতির ছন্দে শিক্ষা/ শিক্ষক আলোকবর্তিকা"=°=°=°=°=°=°=°=°==°কলমে✍️ মিলটন চক্রবর্তীতাং- ০৫/০৯/২০২০সময়ের সাথে বাড়ছে বয়সশিক্ষার নেই শেষবিশ্ব ভুবনে ছড়িয়ে আছেব্ল্যাকবোর্ডের …
সাপ্তাহিক প্রতিযোগিতা ২৪
শিক্ষক দিবস
শিরোনাম:-
"প্রকৃতির ছন্দে শিক্ষা/ শিক্ষক আলোকবর্তিকা"
=°=°=°=°=°=°=°=°==°
কলমে✍️ মিলটন চক্রবর্তী
তাং- ০৫/০৯/২০২০
সময়ের সাথে বাড়ছে বয়স
শিক্ষার নেই শেষ
বিশ্ব ভুবনে ছড়িয়ে আছে
ব্ল্যাকবোর্ডের দেশ।
প্রকৃতি মাতা বড়ো শিক্ষক
আঁচল ভরা পুঁথি
জ্ঞানের অসীম মধু আহরণে
হও তুমি পরাগ প্রজাপতি।
শিক্ষাগুরুর আলোকবর্তিকায়
পল্লবিত করে স্বপ্ন পূরণে।
অমর অক্ষয় সদা হয় জয়
জটিল জীবন অংকের সমাধানে।
জ্ঞানতাপসের আলোক দ্যুতি
চলার পথের ছন্দ
অমল আলো পাথেয় করে
পেয়েছি এগিয়ে চলার মন্ত্র।
শিক্ষা ছাড়া মৃতপ্রায় জীবন
শুষ্ক কাষ্ঠের ন্যায়
জীবন দর্পণে তাদের অবদান
সদায় সতেজ পরশ পায়।
সঙ্কটের অশান্ত ঘূর্ণিপাকে
শিক্ষা বন্দি মোবাইলে
বঞ্চিত আদর্শ শিক্ষা থেকে
যারা ভাত খোঁজে দলে দলে।
শিক্ষকেরা জীবন্ত দেবতা
মানুষ গড়ার কারিগর
প্রকৃতির ছন্দে শিক্ষার আনন্দে
অন্তরে দেব ঘর।🙏