নিহত দীপক মন্ডল এর বাড়িতে বিজেপি নেত্রী ভারতী ঘোষ।
বিজেপি কর্মী দীপক মন্ডল হত্যাকাণ্ডের পর আজ পূর্ব মেদিনীপুর জেলার বাকচা গ্রামে দীপক মন্ডলের বাড়ির লোকজনের সাথে দেখা করলেন রাজ্যের বিজেপির নেতৃ ভারতী ঘোষ, তমলুক সাংগঠনিক জেলার সভা…
নিহত দীপক মন্ডল এর বাড়িতে বিজেপি নেত্রী ভারতী ঘোষ।
বিজেপি কর্মী দীপক মন্ডল হত্যাকাণ্ডের পর আজ পূর্ব মেদিনীপুর জেলার বাকচা গ্রামে দীপক মন্ডলের বাড়ির লোকজনের সাথে দেখা করলেন রাজ্যের বিজেপির নেতৃ ভারতী ঘোষ, তমলুক সাংগঠনিক জেলার সভাপতি নবারুন নায়ক ও অন্যান্য নেতৃত্ব রা। তারা দীপক মন্ডলের বাড়ির লোকের দেখা করেন এবং ঐ স্থান থেকে তৃণমূল সরকারকে তীব্র ভাষার নিন্দা করেন এবং সবং থানা ও ময়না থানার পুলিশ ও পুলিশ সুপারকে হুঁশিয়ারি দেন যে তিন দিনের মধ্যে দীপক মন্ডলের খুনিদের গ্রেফতার না করলে তারা হাই কোর্ট এবং সুপ্রিম কোর্টে যাওয়া হুঁশিয়ারি দেন। প্রয়োজনে সিবিআই তদন্তের জন্য আর্জি জানাবেন।