Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-সম্মাননা

বাবারেবা গোস্বামী২২/০৯/২০
উথাল পাথাল মাঝ সমুদ্রে,বাবা নায়ের মাঝি।শান্তি সুখে রাখতে বাবার,জীবন দিতেও রাজি।
বট বৃক্ষের ছায়ায় বসলে,জুড়ায় মন ও প্রাণ।তেমনি, বাবার কোল শিশুর জন্য,নির্ভরতার স্থান।
ছাতা যেমন রোদ, বৃষ্টিতে,বাঁচিয়ে রাখে মাথা।…

 


বাবা

রেবা গোস্বামী

২২/০৯/২০


উথাল পাথাল মাঝ সমুদ্রে,

বাবা নায়ের মাঝি।

শান্তি সুখে রাখতে বাবার,

জীবন দিতেও রাজি।


বট বৃক্ষের ছায়ায় বসলে,

জুড়ায় মন ও প্রাণ।

তেমনি, বাবার কোল শিশুর জন্য,

নির্ভরতার স্থান।


ছাতা যেমন রোদ, বৃষ্টিতে,

বাঁচিয়ে রাখে মাথা।

সন্তানকে বিপদ থেকে রক্ষা করতে,

 নিজেই  সহেন  ব্যথা।


বৃন্ত আঁকড়ে ধরে রাখে,

ফুলের যত পাঁপড়ি।

সন্তান কে, সুখ সাচ্ছন্দে রাখতে বাবা,

সারা জীবন কষ্ট করে বাইরে করেন চাকরি।


হাড় ভাঙ্গা খাটুনি খাটেন,

সকাল, দিবা,রাত।

সু -সন্তান গড়তে নিজের,

জীবন করেন পাত।


বাবা ছাড়া এ দুনিয়া, 

ভীষণ অন্ধকার।

স্ব-সম্মানে বেঁচে থাকা,

সব হয় ছারকার।


মাথার ঘাম পায়ে ফেলে,

গড়েন সু-সন্তান।

বড় হয়ে উচ্চ শিরে,

বাবার, রাখতে পারে যদি মান।


শেষ জীবনে "একটু সুখের আশা,"

বাবার  মনে থাকে। 

সু - সন্তান  হলে নিশ্চয় বাবাকে, 

শান্তি  সুখে রাখে।