Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-সম্মাননা

দৈনিক কবিতা প্রতিযোগিতা কবিতা  -  জবানবন্দি বিভাগ  -  গদ্য কবিতা কলমে  - স্বপন গায়েন তারিখ  -  ২২|০৯|২০২০*************************
একমুঠো রোদ্দুরের গল্প শুনবে কেউমাটির উঠোনে শুয়ে আছে ভগবান দুরারোগ্য ব্যাধিতে জরাজীর্ণ কঙ্কাল শরীর ছ…

 


দৈনিক কবিতা প্রতিযোগিতা 

কবিতা  -  জবানবন্দি 

বিভাগ  -  গদ্য কবিতা 

কলমে  - স্বপন গায়েন 

তারিখ  -  ২২|০৯|২০২০

*************************


একমুঠো রোদ্দুরের গল্প শুনবে কেউ

মাটির উঠোনে শুয়ে আছে ভগবান 

দুরারোগ্য ব্যাধিতে জরাজীর্ণ কঙ্কাল শরীর 

ছেঁড়া বিছানা শুষে নিচ্ছে যেটুকু আছে রক্ত।


শরতের বুক চিরে বেরিয়ে আসছে গভীর  দীর্ঘশ্বাস 

হিমেল পরশে একমুঠো রোদ্দুর ছড়িয়ে পড়ে নীরবে 

শিউলি ফুল সুগন্ধ হারিয়ে ঝরে যায় অবিরত 

ডুকরে কাঁদছে আত্মীয় পাড়া পড়শি ...


মানুষ রূপী ভগবান শুয়ে ছেঁড়া বিছানায়

প্রতিটা মানুষের হৃদয় খুঁড়ে দেখো সব্বাই 

নিশ্চয় দেখা পাবে এক দরিদ্র ভগবানকে 

যার পোশাক ছিন্ন, মুখ ভর্তি দাড়ি, অভুক্ত সংসার।


গোধূলির শেষ আলোক বিন্দু ছুঁয়ে আছে মাটির উঠোন

তবুও একমুঠো বোকা রোদ্দুরের দেখা পেল না অসুস্থ ভগবান 

একরাশ শুন্যতা বুকের মাঝে উঁকি দেয় বারংবার 

ভগবান জবানবন্দি দিচ্ছে, ভালো থাকা হল না এই মাটির পৃথিবীতে ...


             ********