সাপ্তাহিক সেরা লেখনী প্রতিযোগিতা কলমে - পবিত্র প্রসাদ গুহবিভাগ - গদ্যকবিতাশিরোনাম - একাকী জানালায়বিষয় - পথ হারিয়ে১৫/০৯/২০২০
************************************* একাকী জানালায়*************************************খোল…
সাপ্তাহিক সেরা লেখনী প্রতিযোগিতা
কলমে - পবিত্র প্রসাদ গুহ
বিভাগ - গদ্যকবিতা
শিরোনাম - একাকী জানালায়
বিষয় - পথ হারিয়ে
১৫/০৯/২০২০
*************************************
একাকী জানালায়
*************************************
খোলা জানালায় ওই এক টুকরো আকাশ
বইছে মলয় বাতাস, প্রবেশিল সেথায়
পূর্ণিমার ওই চন্দ্রালোকিত আলোয়
মনমহিনী রূপ, উতলা মোর মন
মাঝে মাঝে ভেসে আসে পাখির কুজন
দাঁড়ায়ে আমি একা জানালার ধারে
কত কথা আজি মনে আসে ভেসে ভেসে
কোকিলের কুহু রব, শঙ্খচিলের ডাক
স্মৃতি গুলো আসে ভেসে
ফেনিল সাদা ঢেউয়ের তোড়ে
আছড়ে পড়ে বালুকা তটে
ভেসে আসে কত কথা
হারিয়ে যায় কিছু কথা, চাইনা রাখতে মনে
নিয়ে যায় ফিরে যাওয়া বিস্মৃত ঢেউয়ে
দাঁড়ায়ে আমি একা, একাকী মনে
খোলা জানালার ধারে।
*************************************
চিন্তনে - পবিত্র প্রসাদ গুহ
*************************************