Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকার-সাপ্তাহিক-সেরা-সম্মাননা

#সাপ্তাহিক_প্রতিযোগিতা_২৪.#বিষয়_পথ_হারিয়ে#হারিয়ে_যাওয়া#শংকর_ব্রহ্ম১৭/০৯/২০.--------------------------------
পথ হারাতে হারাতে তুমি এসেছো এখানেএরপরে আর তুমি যাবে যে কোথায়?সেই ভেবে কাঁদে মনপ্রতিবাদে ঝড় ওঠে হৃদয়ে আমার।
কেউ তো থাকার জন্…

 


#সাপ্তাহিক_প্রতিযোগিতা_২৪.

#বিষয়_পথ_হারিয়ে

#হারিয়ে_যাওয়া

#শংকর_ব্রহ্ম

১৭/০৯/২০.

--------------------------------


পথ হারাতে হারাতে তুমি এসেছো এখানে

এরপরে আর তুমি যাবে যে কোথায়?

সেই ভেবে কাঁদে মন

প্রতিবাদে ঝড় ওঠে হৃদয়ে আমার।


কেউ তো থাকার জন্য আসে না এখানে

তার মানে যেতে হবে সবাইকে 

আগে আর পরে,

সেই কথা ভেবে মন বিদ্রোহ করে।


বিদ্রোহ প্রতিবাদে মনে ওঠে ঝড়

কেন তবে ভাব বসে আপন আর পর,

ঝড়ে যদি ভেঙে যায় সব বাড়ি ঘর

নাও তবে ঘর ছেড়ে সবার খবর।


পথ হারাতে হারাতে সব যাবে কত দূরে,

পৃথিবীর অলিগলি সব পথ ঘুরে?