Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পরিবারের-দৈনিক-সেরা-সম্মাননা

.                  •দু'শো বছর পূর্তি•                    অজয় কুমার দত্ত
বিদ্যাসাগর আজ তোমার জন্মের দু'শো বছর পূর্তিতাকিয়ে দেখ এই বাংলার সংস্কৃতি আজ পড়তিযে বাঙালির হাতে তুলে দিলে বর্ণ পরিচয় সেই বাঙালি বাংলা ভুলেছে বিজাত…

 


.                  •দু'শো বছর পূর্তি•

                    অজয় কুমার দত্ত


বিদ্যাসাগর আজ তোমার জন্মের দু'শো বছর পূর্তি

তাকিয়ে দেখ এই বাংলার সংস্কৃতি আজ পড়তি

যে বাঙালির হাতে তুলে দিলে বর্ণ পরিচয় 

সেই বাঙালি বাংলা ভুলেছে বিজাতীয় ভাষা কয়।


নারী অবমাননার বিরুদ্ধে তুমি গর্জেছ বারবার

আজ বাংলায় ধর্ষিতাদের রুদ্ধ জীবন দ্বার

বিধবা বিবাহ তোমার উদ্যোগে দিগন্তে দিল আলো

বাঙালি কি আজ মুছতে পেরেছে তাদের মুখের কালো?


করুণা সাগর ছিলে তুমি অভাবীর চির বান্ধব

আর্তের প্রতি তোমার ছিল অপরিসীম অনুভব।

বাংলার ঘরে ঘোর দুর্দিন শাসকের লোভী নীতিতে

এমন দিনে তোমার মতো মানুষ যে ভাসে স্মৃতিতে।


তোমায় আমরা স্মরণ করি কলমে খাতায় পত্রে 

অনুসরণের কথা ভাসে না ক্ষয়িষ্ণু এই নেত্রে

তবে মনে রেখ বাঙালি কিন্তু অকৃতজ্ঞ নয়

দৈনন্দিন জীবনধারায় রেখেছে সে পরিচয়। 


বিদ্যাসাগর আজ তোমার জন্মের দু'শো বছর পূর্তি

মনে পড়ে কি আমরাই তোমার ভেঙেছিলাম মূর্তি?


©অজয়

২৬-৯-২০২০