Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পরিবারের-দৈনিক-সেরা-সম্মাননা

ওরা এভাবেই বাঁচে         প্রদীপ সেন  আগরতলা, ২৬/০৯/২০
বেঁচেথাকার সংজ্ঞা যা-ই বলে বলুকওদের সেই নিক্তিতে মেপে দেখো না,মরণেতর জীবনকে আলিঙ্গন করেওরা এভাবেই বাঁচে, না-বাঁচার মতো।অপাংক্তেয় অভিপ্রেতের অভ্যর্থনা পাবেএ যে দুঃস্বপ্ন ওরাও সে…

 


ওরা এভাবেই বাঁচে

         প্রদীপ সেন

  আগরতলা, ২৬/০৯/২০


বেঁচেথাকার সংজ্ঞা যা-ই বলে বলুক

ওদের সেই নিক্তিতে মেপে দেখো না,

মরণেতর জীবনকে আলিঙ্গন করে

ওরা এভাবেই বাঁচে, না-বাঁচার মতো।

অপাংক্তেয় অভিপ্রেতের অভ্যর্থনা পাবে

এ যে দুঃস্বপ্ন ওরাও সে কথা জানে। 

আসলে কী জানো? প্রতিকূলতার সাথে

অভিযোজনের কৌশল শিখে নিতে হয়। 

ঠেকে ঠেকে ওরা আজ কৌশলটা রপ্ত করে নিয়েছে। 

থর সাহারায় গিয়ে দ্যাখো, গুল্ম-ক্যাকটাস 

রসহীন তসহীন প্রান্তরে বাঁচার কৌশল শিখে গেছে। 

লবণাক্ত উপকূলে গিয়ে দ্যাখো লবণাম্বু উদ্ভিদেরা 

শ্বাসমূল ঠেসমূল নিয়ে বাঁচতে শিখে গেছে। 

তাই বলছিলাম হাভাতে হাঘরের দল 

বেঁচে থাকার মতো নাও যদি বাঁচে 

নির্মূল হবে না ওরা ফণীমনসা গরাণের মতো। 

ওরা ওদের মতো করে বাঁচতে বাঁচতে 

মরুগুল্ম লবণাম্বু উদ্ভিদের মতো অনাহারে অর্ধাহারে 

সব পেয়েছির দেশে অবাঞ্ছিতের মতো আছে, থাকবে। 

অত্যাবশ্যক পণ্যের তালিকা থেকে একে একে 

কত কিছু কেটে নেবে ভরপেটা গোঁসাই।

ভাগ্যিস জীবনটা ছেঁটে ফেলা কারুরই কর্ম নয়।

জীবনেতর জীবন নিয়ে ওরা বেঁচে থাকবে।

প্রশ্ন তুলো না- ওভাবেও বেঁচে থাকা যায়? 

বুঝে নাও ওরা এভাবেই বাঁচে না-বাঁচার মতো।