Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

#অজ্ঞাতবাস#শিমলা
একটা নীলাকাশ কিনে বহুদিন হলো  লুকিয়ে রেখেছি আমার সাদা শাড়ীর আঁচলে, যদি কখনো রঙধনু কিনতে পারি তবেই তার অজ্ঞাতবাস শেষ হবে।তারপর আস্তে আস্তে জমাতে লাগলাম রঙ, প্রায় সব রঙ জোগাড় করা হয়ে গেলো, শুধু লাল রঙটাই জোগাড় হলো ন…

 


#অজ্ঞাতবাস

#শিমলা


একটা নীলাকাশ কিনে বহুদিন হলো  লুকিয়ে রেখেছি আমার সাদা শাড়ীর আঁচলে,

 যদি কখনো রঙধনু কিনতে পারি তবেই তার অজ্ঞাতবাস শেষ হবে।

তারপর আস্তে আস্তে জমাতে লাগলাম রঙ, 

প্রায় সব রঙ জোগাড় করা হয়ে গেলো, শুধু লাল রঙটাই জোগাড় হলো না। 


একবার ভেবেছিলাম পরিণয়ের লালচে টিপে তাকে পূর্ণ করে ফেলি,

কিন্তু থমকে দাঁড়ালাম! 

মনে হচ্ছে ফাঁকিবাজি হয়ে যাবে বড়ো,

 পরে ভেবে নিলাম, কি হয় এমন ফাঁকিবাজিতে, 

কতবারতো এমন ফাঁকিবাজিতে চোখের ঘরে মজুদ করেছি চুম্বন, 

ছলনার কারসাজিতে  পড়ে যাবার বাহানায় আলিঙ্গনের ছোঁয়া করেছি চুরি, 

আমার ছিলে না জেনেও কতবার আমার আমার বলে সম্বোধন করেছি তোমায়।


আজ তাই ঠিক করে নিলাম নীলাকাশকে অজ্ঞাত বাস থেকে ছুটি দেবো এইবার, 

জমানো সবগুলো রঙ তুলে নিলাম হাতে, 

এইবার লাল রঙটা মেশাতে হবে, তাই তুলে নিলাম সিঁদুর কৌটো,

রঙধনু পূর্ণতা পেলো আমার 

আর ছুটি পেলো নীলাকাশ। 


শুরু হলো আমার  অজ্ঞাত বাস...........