#বিভাগ_কবিতা
#দূরত্বরা_মিথ্যে_বলাও_জানে
মনিকান্ত । ০৯/০৯/২০২০==================================দূরত্ব তো মিথ্যে বলাও জানেফোনের পিছে লুকিয়ে ফেলে চোখ, কেই'বা বোঝে দেখা হবার মানে-এত দিনের ভুলতে চাওয়া শোক…
#বিভাগ_কবিতা
#দূরত্বরা_মিথ্যে_বলাও_জানে
মনিকান্ত । ০৯/০৯/২০২০
==================================
দূরত্ব তো মিথ্যে বলাও জানে
ফোনের পিছে লুকিয়ে ফেলে চোখ,
কেই'বা বোঝে দেখা হবার মানে-
এত দিনের ভুলতে চাওয়া শোক।
একটু করে গড়িয়ে গেছে বেলা
বসন্ত এসে ফিরেও গেছে আবার,
রোদ-বৃষ্টির লুকোচুরি খেলায়
বিপদ বুঝে পাল্টেছি পথ যাবার।
সন্ধ্যে হলেই ভাবনা হাজার ঘিরে
বিদঘুটে সব চিন্তাগুলো শাসায়,
ফুলদানিতে অনেক ফুলের ভীড়েও
গোলাপটা ঠিক তোরই ফেরার আশায়।
স্বপ্নগুলো সাজিয়ে রাখি রাতে
দেখবো বলে চোখ রাখি আসমানে,
বুঝেও গেছি অপেক্ষাদের সাথেই
দূরত্ব'রা মিথ্যে বলাও জানে...
/////////////////