Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

প্রেমের তাজমহল    গৌতম সোম
সংকীর্ণতার উর্দ্ধে আজ               যদি  গড়ে ওঠে স্বপ্নময়  প্রেমের তাজমহল,   পৃথিবীর কোমল বক্ষে মূর্চ্ছিত নন্দিনীর                          খুলে যাবে রক্ত-জমা পায়ের শিকল,   স্বপ্নিল আঁখির ইশারায় তৃপ্তিমা…

 


প্রেমের তাজমহল    

গৌতম সোম


সংকীর্ণতার উর্দ্ধে আজ

               যদি  গড়ে ওঠে স্বপ্নময়  প্রেমের তাজমহল,   

পৃথিবীর কোমল বক্ষে মূর্চ্ছিত নন্দিনীর

                          খুলে যাবে রক্ত-জমা পায়ের শিকল,   

স্বপ্নিল আঁখির ইশারায় তৃপ্তিমাখা আলোর বিশ্বে

          ধ্বনিত হবে  সৌম্য গন্ধযুক্ত ভালোবাসার বন্ধন,   

কালবৈশাখীর শেষ প্রহরে হৈমন্তী কুয়াশায়

                       পূর্ণতা পাবে  নগ্ন সভ্যতার নীরব পতন,   

অলীক বসন্তের নিস্তব্ধ বিকেলে উদিত হবে 

                              সুধী-সমাজের সহস্র আলোর বৃষ্টি,   

একমুঠো ভালোবাসার চঞ্চল হাওয়ার মন্থনে

        ফিরে আসবে কাঙ্খিত বসন্ত-কলির বর্ণময় সৃষ্টি  ll