দৈনিক সেরা কলম সন্মাননা প্রতিযোগিতা
কবিতা - কাব্যিক লুকোচুরি শ্যামল ব্যানার্জী তারিখ -৩১/০৮/২০২০
শূণ্যতায় ভরেছি হৃদয় আজ।মুঠোয় রেখেছিনীল রাত্রি, ইস্পাত ফালি চাঁদ,রাস্তা মায়াবী ঘন আলো ছায়া, অশথ, বট, মেলে দেয় অসংখ্য ঝুরি,অন্ধকার মনে…
দৈনিক সেরা কলম সন্মাননা প্রতিযোগিতা
কবিতা - কাব্যিক লুকোচুরি
শ্যামল ব্যানার্জী
তারিখ -৩১/০৮/২০২০
শূণ্যতায় ভরেছি হৃদয় আজ।
মুঠোয় রেখেছি
নীল রাত্রি, ইস্পাত ফালি চাঁদ,
রাস্তা মায়াবী ঘন আলো ছায়া,
অশথ, বট, মেলে দেয় অসংখ্য ঝুরি,
অন্ধকার মনের ভেতর।
ভাসান দেবো আজ-
ভাসান দেবো নিরাশ কাব্যিক লুকোচুরি।
হৃদয়ের খোলা মাঠে সোজাসাপটা দাঁড়াবো এবা র
চুপকথা নিয়ে,
বর্ণাঢ্য প্রেমের মাস্তুলে ক্ষয়িষ্ণু রাত,
ভাঙচুর ব্যাপক, প্যাঁচক খুবলে যায় ইচ্ছেতারা,
মাঝি তুই দাঁড় টান মনের নিকেতনে।
অবনমনের নদীর চরায় আগুন জ্বালায় এক
বোহেমিয়ান,
শীত রাত্রি পার করে যায় নির্জন দ্বীপে,
তোমার আফ্রোদিতি অনেক দুরের বাসিন্দা এখন,
আমার পৃথিবী নীরোর বাশিঁতে পোড়ে।
যদি ধরো হাত, আমি উঠতে পারি,
ভাঙতে পারি অন্দরমহলের সব ক্লেশ,
তোমার সময় হলে, নেবুলার ছায়াপথ ধরে এসো,
আমার অন্তহীন অপেক্ষা নীল সাদা কালো ছায়ার পাহাড়।
আর প'ড়ে আছে জমাট শূণ্যতা।