Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি সাহিত্য পত্রিকা দৈনিক সেরা লেখনি সম্মাননা

জিজ্ঞাসাকৃষ্ণা গুহ

নষ্ট মেয়েটা সুগন্ধী ছাড়ায়আকাশে,বাতাসে,গা - ঘিন ঘিনএকি অভিশাপ না অভিসার ?শত শত হাত এগিয়ে আসে নষ্ট মেয়েটির দিকেখোলস খোলবার তারা একে একে !!সূর্য্য ডুবেছে সবে পাহাড় চূড়ায়খানিক চাঁদের আলো মাখবে গায়।নিকষ কালো ঘুচবে কি…

 

জিজ্ঞাসা

কৃষ্ণা গুহ



নষ্ট মেয়েটা সুগন্ধী ছাড়ায়

আকাশে,বাতাসে,

গা - ঘিন ঘিন

একি অভিশাপ না অভিসার ?

শত শত হাত এগিয়ে আসে নষ্ট মেয়েটির দিকে

খোলস খোলবার 

তারা একে একে !!

সূর্য্য ডুবেছে সবে 

পাহাড় চূড়ায়

খানিক চাঁদের আলো

 মাখবে গায়।

নিকষ কালো ঘুচবে

 কি করে ?

নির্মম খনন চলবে

 শরীর জুড়ে

আঘাতে আঘাতে জর্জরিত 

হবে কঠিন মন।

বিলাসিতা, সাজ, সুখ,বৈভব

বিসর্জন দিতে চেয়েছে 

নষ্ট মেয়েটি,

কেউ কি এগিয়ে এসে 

ধরবে ওর মাথায় ভালোবাসার ছাতাটি ?