"আরক্তিম বুকে তোমার দিকে চেয়ে আছি....
অনুভূতির জ্বালাধরা সম্মোহনী আজ রাধাচূড়া মনে হয় ; কতোটা আগলে নিলে এমন বিরহ অসুখ হয়, বলতে পারো!! নিবিড় আশ্লেষে শুধু কান্নারা জাগে ; তবে কি আমি, তোমার মুহুর্ত ভ্রম! আগলে রাখা সংযত অন্তঃকরণ…
"আরক্তিম বুকে তোমার দিকে চেয়ে আছি....
অনুভূতির জ্বালাধরা সম্মোহনী আজ রাধাচূড়া মনে হয় ; কতোটা আগলে নিলে এমন বিরহ অসুখ হয়, বলতে পারো!! নিবিড় আশ্লেষে শুধু কান্নারা জাগে ; তবে কি আমি, তোমার মুহুর্ত ভ্রম! আগলে রাখা সংযত অন্তঃকরণ কি তবে নেহাতই পারিপাট্য সাজ! আহত অসুখে এই অবহেলা ভোগ তো মালা গাঁথা বিরাগ, সুপ্রিয়! প্রেমহীন মৃতকল্প ছুঁয়েই তো নিয়ম ভঙ্গ আবার। বলো না, তোমার আপন, হ্যাঁ, একান্ত আপন হলে কি গড়তে পারতে একার পথ!! বুকে করে আগলে নিতে মধুর স্বাদ। আপন যে গড়া যায় না, সুপ্রিয়! আপন তো গড়ে যায় ; মর্ম দিয়ে শিখে নিতে হয় নিত্য। আঘাতেরও যে সোহাগ হয় না , অভিমানের বিলাসিতা...; আজ সাগর হয়েছে ব্যপ্ত, নদী তাই সংকল্প....।।
#প্রিয়াঙ্কা_সরকার