Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কবিতা-কুটির-সাহিত্য-পত্রিকা-সাপ্তাহিক-সেরা-সম্মাননা

এ বুঝি কবিতা নয়?            প্রদীপ সেন   আগরতলা, ১২/০৯/২০
রোজ রোজ শুনে শুনে ক্লান্ত হয়ে যাইকখনো এজন বলে, কখনো সেজন-প্রতিদিন কল্পনার কটাহে নির্বাচিত কথারখই ভেজেই যাচ্ছো যে বড়ো, কবিতা কোথায়?কথার পিঠে কথা বসিয়ে শব্দমালা গাঁথোযে-কোনো…

 


এ বুঝি কবিতা নয়?

            প্রদীপ সেন 

  আগরতলা, ১২/০৯/২০


রোজ রোজ শুনে শুনে ক্লান্ত হয়ে যাই

কখনো এজন বলে, কখনো সেজন-

প্রতিদিন কল্পনার কটাহে নির্বাচিত কথার

খই ভেজেই যাচ্ছো যে বড়ো, কবিতা কোথায়?

কথার পিঠে কথা বসিয়ে শব্দমালা গাঁথো

যে-কোনো ফুলেই মালা গাঁথতে পারো, বাধা নেই

কিন্তু সে মালা দেবতার গলায় উঠলো কী?

বললাম, জীবন-বাগিচা থেকে তুলে আনা ফুল

দরদি সুতোয় গাঁথা কান্না-অভিজ্ঞতা- 

এবুঝি কবিতা নয়?

যে ঘরেতে দিনভর উনুনে চড়েনা হাঁড়ি 

আমি তার ভাষা চিত্র এঁকেছি দরদ দিয়ে অশ্রু-আখরে

তবু বুঝি সে কথারা কবিতা হয়ে উঠতে পারেনি?

এই যে সব-পেয়েছির দেশে বহুকে বঞ্চিত করে

অনির্বচনীয় হুন্ডি মুষ্টিমেয় দুএকজনের হাতে,

হররোজ ভরা হাটে তাদের ভাঙছি হাঁড়ি শব্দবোমায়, 

তাও কী কবিতা নয় আজকের দিনে? 

কবি হবো বলে বুঝি কাগজে আঁচড় কাটি রোজরোজ?

মাটিচাপা কান্নাকে তুলে আনি খুঁজে খুঁজে

মনেতে কাটেনা দাগ ? এ বুঝি কবিতা নয়?

যে-কৃষক আধপেটা উনোপেটা থেকে দিনভর

মাটিকে ভালোবেসে ফসল ফলায় বারোমাস -

যে-সৈনিক বুক পেতে গুলি খেতে সীমান্তে দাঁড়িয়ে 

তাঁদের যদি বা বলি বিশুদ্ধ দেশপ্রেমিক ,

বচনবাগীশ যারা, মনে নেই ছিটেফোঁটা দেশপ্রেম

তাদের মুখোশ খুলে দিই যদি স্পষ্ট ভাষায় 

তা যদি কবিতা নয়, নাহোক, জীবনের গান তো ?