Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কবিতা কুটির সাহিত্য পত্রিকা সাপ্তাহিক সেরা সম্মাননা

কবিতাহলুদ পাখির ডানাকাজল ঘোষ9/9/2020***********************************এই হলুদ পাখি শুনবি আমার কিছু কথাভাগ করে নিতে পারবি বুকের পাহাড় প্রমাণ ব্যথাএকদিন কলম হতে চেয়েছিলাম যার জন্যআজ তীক্ষ ছুরি হয়ে নেমে আসতে পারব কিপূণ্য থেকে পাপেএ…

 


কবিতা

হলুদ পাখির ডানা

কাজল ঘোষ

9/9/2020

***********************************

এই হলুদ পাখি শুনবি আমার কিছু কথা

ভাগ করে নিতে পারবি বুকের 

পাহাড় প্রমাণ ব্যথা

একদিন কলম হতে চেয়েছিলাম যার জন্য

আজ তীক্ষ ছুরি হয়ে

 নেমে আসতে পারব কি

পূণ্য থেকে পাপে

এক লাফে


এই হলুদ পাখি শুনছিস—

যাকে ভালোবাসলাম

আজ জানলাম সে এক ভ্রাম্যমান  পথিক যে

শত শত ঘাসের কাছাকাছি থাকতে ভালবাসে   

পদ্ম পাতায় ছুঁয়ে যাওয়া জল আর

উন্মুক্ত মাঠ পেরিয়ে হাঁটতে থাকে

পাথরের ওপর ঘুমিয়ে পড়ে

তার স্পর্শে গাছগুলি পাথর হয়ে যায়

সে তো সাধারণ মানব নয় , মনে হয় ঈশ্বর প্রায়


এই হলুদ পাখি শান্ত হয়ে শোন্

সেকি চন্ডালিকার  মত

 বৌদ্ধ  সন্ন্যাসী আনন্দ ,

যাকে মায়াজালে বেঁধে কাছে

 আনার চেষ্টা করেছিল প্রকৃতি

সে কি রাজপুত্র সিদ্ধার্থর মত কেউ যে

 ঘর ছেড়ে  বোধিবৃক্ষের তলে বসে 

তপস্যা করে 

হয়েছিল গৌতম বুদ্ধ —


এই হলুদ পাখি কাঁপছে কেন তোর নরম বুক

ভয় পেলি কি—আমাকে তীক্ষ্ণ ছুরি হাতে ভেবে

আমি পাপ পূণ্যের হিসেব মানিনা

আমি জানি কি ভয়ানক যন্ত্রণা—

এই ভালবাসার প্রতারণা

যে বুকে প্রেম ভরিয়ে কবিতা লিখতে চেয়েছিলাম

সেই ক্ষুব্ধ বক্ষের রক্তক্ষরণ—

নাহ আমি সইব না— এই বঞ্চনা


এই হলুদ পাখি 

 তোর চোখে জল—

আমাকে  দিবি তোর ঐ সুন্দর দুটি ডানা

কিছুটা সময়ের জন্য

একবার শুধু স্পর্শ করে দেখতে চাই তাঁকে

যেমন অহল্যা পাথর হয়ে গেছিল

আমিও কি বদলে যাব

তার অভিশাপে

ফেলে দিতে পারব এই ছুরিকা নাকি

কলম তুলে নিতে পারব  আবার আমার

 এই পাপিষ্ঠ হাতে—


বল্ বল্ এই হলুদ পাখি , বলনা

আমাকে কিছুক্ষণের জন্য দিতে পারবি

তোর ঐ সুন্দর দুটি হলুদ ডানা

বলনা , এই পাখি

 বলনা,,,,,,,,,,,,,,,,,,,,


**************************************

কাজল 

কবি ঘর

সল্ট লেক