Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কবিতা-কুটির-সাহিত্য-পত্রিকা-সাপ্তাহিক-সেরা-সম্মাননা

🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
নতুন পৃথ্বীর খোঁজেসঙ্গীতা ধাড়া১০/৯/২০
হোলদে পাতার ছোঁয়ায় ,ভাসত আগমনীমেঘের গায়ে ভোরাই সুরের তান পটুয়া পাড়ার সোঁদা মাটির গন্ধে শারদ আলোয় মহালয়ার গান ।
ঢাকের কাঠি থমকে দাঁড়ায় দ্বারেমেঠো সু…

 


🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀


নতুন পৃথ্বীর খোঁজে

সঙ্গীতা ধাড়া

১০/৯/২০


হোলদে পাতার ছোঁয়ায় ,ভাসত আগমনী

মেঘের গায়ে ভোরাই সুরের তান 

পটুয়া পাড়ার সোঁদা মাটির গন্ধে 

শারদ আলোয় মহালয়ার গান ।


ঢাকের কাঠি থমকে দাঁড়ায় দ্বারে

মেঠো সুরে কাঁদে কাশের দল 

শিউলি তলায় আঁধার ছোঁয়া প্রাণে

মৃত্যু কাঁধে নিশি পদ্মের   জল ।


কাঠমা গুলি ,আজ নিরবতায় বাঁচে 

ক্ষতের উপর পড়ছে না আজ মাটি 

কুমোর টুলির শরীর জুড়ে বৈশাখী 

তুলির গায়ে নেইতো জীয়ন কাঠি ।


আকাশ পারে কালো মেঘের ঘটা 

অন্তঃপুরে নিভলো হাজার বাতি 

বাংলা মায়ের সিঁদুর ধোয়া লালে 

আগমনেই অস্ত গেল   রাতি    ।


সানাই সুরে মাতলো না পশ্চিমী 

রাঙা চরণ এলো না  চৌকাঠে 

ঘোমটা টেনে একা দ্বারের পাশে 

বিষাদে বধূর একাকি দিন কাটে ।


পৃথ্বী আজ সেজেছে মৃত্যুপুরী 

সিমান্তে আজ স্বজন কেঁদে ফেরে 

আঁখি আমার দূরের পানে খোঁজে

নতুন সূর্য নতুন প্রভাত  ঘিরে  ।।


🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀