#বিষয়-কবিতা##কলমে-পূর্বাশা রায়## শিরোনাম-পূর্ণতা...#তারিখ-04/09/20 আঁধারে একটি ছায়া মুখ------! ঠিক মানুষের মতো ! একা হাসে একাই কাঁদে ..... …
#বিষয়-কবিতা#
#কলমে-পূর্বাশা রায়#
# শিরোনাম-পূর্ণতা...
#তারিখ-04/09/20
আঁধারে একটি ছায়া মুখ------!
ঠিক মানুষের মতো !
একা হাসে একাই কাঁদে .....
বিদ্রুপ করে না না ভঙ্গিমায়!
কখনও ব্যবধানে দুরত্ব মাপে
জীবন থেকে মৃত্যুর!
ভাগ্যের পরিহাস খিল খিলিয়ে
হাসে......
অমন স্তব্ধতা ভালোবাসার?
তাইতো বাতাসে শোনা যায় -
মন ভাঙ্গা কান্নার স্বর আর
আছড়ে পড়ে বুকে!
অদৃশ্যে ছবি ফ্রেমের চেহারা
বলে দেয় নশ্বর শরীরী কথা!
কেন ফিনিক্স পাখীটা মেলে দেয়
বিক্ষুদ্ধ ডানা?
কেন ছড়ায় শরীরে সমাধি গন্ধ?
শুকনো ছায়ারা কেন দেখায় পড়ন্ত
বেলার শেষ আলো?
আকাশটা ও ধোঁয়সার!
তৃষ্ণাময় শরীরটা কখনও লালচে
কখনও পঙ্কিল!
অতৃপ্তিতে শুয়ে থেকে থেকে
মিছরের ম্যমির মতো। আজ যেন
শুধুই মৃত চোখে ব্যর্থতা আঁকে......
চিৎকার করে বলতে ইচ্ছে
এই ভাবেই কি জীবনের পূর্ণতা আসবে???