Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কবিতা-কুটির-সাহিত্য-পত্রিকা-সাপ্তাহিক-সেরা-লেখনী-সম্মাননা

কবিতা - লিখে দেবো তোমার নামে - ৪৩কলমে - বিশ্বজিৎ মেটেতাং - ০৩/০৯/২০২০
প্রিয়তমা,মেঘাচ্ছন্ন শীতল ঠোঁটের কারণে নিজেকে বারবার উষ্ণ করতে চাই বেহায়া অন্তর। উত্তপ্ত স্তব্ধ দুপুরে হাহাকারের মঞ্চে তুমি কি পারবে শান্তির বাণী ছড়াতে? পারবে…

 


কবিতা - লিখে দেবো তোমার নামে - ৪৩

কলমে - বিশ্বজিৎ মেটে

তাং - ০৩/০৯/২০২০


প্রিয়তমা,

মেঘাচ্ছন্ন শীতল ঠোঁটের কারণে নিজেকে বারবার উষ্ণ করতে চাই বেহায়া অন্তর। 

উত্তপ্ত স্তব্ধ দুপুরে হাহাকারের মঞ্চে তুমি কি পারবে শান্তির বাণী ছড়াতে? 

পারবে কি আবার কাউকে নতুন করে খুঁজতে? 

তোমাকে ভালোবেসে কোনদিন প্রেমিক সম্রাজ্ঞী হতে পারবো না জানি;

কিন্তু তোমাকে মেনে নিতে হবে আমি প্রেমিক। 

তোমার বহুরূপী চোখের অলিন্দ স্বপ্ন গুলো সাদা পাতার মাঝে ভেনচিত্র, 

আর জেনে রেখো তোমার প্রাক্তন প্রেমিকের সমস্ত যুক্তি সবই কাকতালীয় দোষ। 

সদ্য জগতে তোমার চমকপ্রদ আগমন আজ চাঁদের খেয়া, 

শিরোনামে যেন মনে হয় সবুজ পাতায় রঙিন কাব্য! 

সেই কালকেউটে চিত্র কেন আছে রক্তের গহীনে? 

জানলে,শুনিয়ে দিও আমায়.. 

পাহাড় কে ঘিরে যে ঘোলাটে কুয়াশা আছে সেটা পাহাড়ের অমর প্রেম.. 

আর তোমার মনের ভেতরে আমার ক্ষত বিক্ষত চেহারার ছবি যদি রয়ে যায় তাহলে জানি তুমি ফিরে আসবে;

হয়তো অন্য চরিত্রে, 

কিংবা রঙ বদলে, 

আমি আজও বসে তোমার অপেক্ষায়। 

কারণ আমি যে তোমার ওগো, 

শুধুই তোমার..