Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কবিতা কুটির সাহিত্য পত্রিকা সেরা লেখনি সম্মাননা

কবিতা -আমাদের কথা   মৌ ঘোষ ১২/০৯/২০২০
লক্ষ লেনিন লক্ষ চেহাঁটছে খোলা রাস্তায়কোন সে স্লোগানে ঢেউ উঠছেভালো থাকার মানে ,জীবন যুদ্ধের ভাষায়যুদ্ধের ভাষায়,,,
রোজ ফুটপাথে উল্কাপাতেস্লোগানে হাওয়ায় ওড়ে ন্যায্যমূল্যের দাবিতবুও অভুক্ত শুকনো মু…

 


কবিতা -আমাদের কথা

   মৌ ঘোষ 

১২/০৯/২০২০


লক্ষ লেনিন লক্ষ চে

হাঁটছে খোলা রাস্তায়

কোন সে স্লোগানে ঢেউ উঠছে

ভালো থাকার মানে ,

জীবন যুদ্ধের ভাষায়

যুদ্ধের ভাষায়,,,


রোজ ফুটপাথে উল্কাপাতে

স্লোগানে হাওয়ায় ওড়ে ন্যায্যমূল্যের দাবি

তবুও অভুক্ত শুকনো মুখে মলিন হাসি

আয় স্বাধীনতা পতাকা হাতে

তোকে বলি ভালোবাসি,,,ভালোবাসি।


হোক না মরণ,বসবে স্মরণসভা

ভাষনে ভাষনে উড়ুক স্বাধীনতা

তবুও তার মাঝে নাকে এসে ঝাপিয়ে পড়ুক ভাত ফোটা গন্ধ

তোমার আমার কবিতায় যখন আসা যাওয়া বন্ধ।


ঘুমন্ত নগরীতে সারমেয় আর মানুষের বন্ধুতা

রাতঘুমে জড়িয়ে যায় চোখে স্বপ্ন আর মেদুরতা

এক সারি ঘর ছাড়ার আবছা স্মৃতি,

নাগরিক সভ্যতায় টেনেছে ইতি।